আজ, মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা। ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে হচ্ছে গ্রুপের খেলা। সেখান থেকে দুটি করে দল নক আউটে শেষ ষোলোয় উঠবে। গ্রুপ লিগে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দু বার করে মুখোমুখি হবে দলগুলি। এবার গ্রুপ অফ ডেথে পড়েছে-বায়ার্ন মিউনিখ, বার্সোলানা। গ্রুপ বি-তে জার্মানির বায়ার্ন, স্পেনের বার্সা-র সঙ্গে আছে ইতালির ইন্টার মিলান। গ্রুপ পর্ব থেকেই সুপার পাওয়ার এই তিন ক্লাবের মধ্যে থেকে একটা ক্লাবকে বিদায় নিতে হবে।
মেসি, নেইমারদের পিএসজি-রও কিন্তু মোটেও সহজ গ্রুপে পড়েনি। গ্রুপ এইচে পিএসজি-র সঙ্গে আছে ইতালির জুভেন্তাস, পর্তুগালের বেনিফকা, আর ইজরায়েলের মাক্কাবি হাইফা। আরও পড়ুন-বিশ্বকাপ শুরুর আগে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনা-উরুগুয়ের! পিছনে একটা বড় কারণ
গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপে আছে জার্মানির আরবি লেপিজাগ, ইউক্রেনের শাখতার ডোনেস্ক ও স্কটল্যান্ডের সেল্টিক। গতবারের ফাইনালিস্ট লিভারপুলের গ্রুপে আছে নেদারল্যান্ডসের আজাক্স আমস্টারডাম, ইতালির নাপোলি আর স্কটিশ ক্লাব রেঞ্জার্স। তবে গতবার প্রিমিয়র লিগে প্রথম চারের বাইরে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেড-কে এবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে না। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস অন্যতম সর্বকালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে না।
আজ, মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় আকর্ষণ পিএসজি বনাম জভেন্তাস ম্যাচ। ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। প্যারিসে ঘরের মাঠে নামছে মেসিরা। এত দামি হাইপ্রোফাইল দল গড়ে প্রত্যাশিত সাফল্য নেই পিএসজি-দের। তবে এবার মেসি-নেইমাররা স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার। ভারতীয় সয় রাত ১০টা ১৫ মিনিট নামছে চেলসি। ইংল্যান্ডের এই বড় ক্লাবের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেভ। প্রথম ম্যাচে চেলসিকে অ্যাওয়ে ম্যাচে খেলতে হচ্ছে। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় স্পেনের সেভিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামচে ম্যানচেস্টার সিটি। সব খেলাগুলিই টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে। চ্যাম্পিয়ন্স লিগ টিভিতে দেখতে হলে সোনি টেন অবশ্যই নিয়ে রাখুন। আর অনলাইনে দেখতে হলে সোনি লিভ সাবস্ক্রিপশনটা নিয়ে রাখুন। টুর্নামেন্টের সব খেলা দেখতে পাবেন সোনি লিভ ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে।