Fifa Football World Cup 2022 Qatar

জুরিখ, ৬ সেপ্টেম্বর; আর মাত্র কটা মাসের অপেক্ষা। তারপর নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২২। এবারের বিশ্বকাপে বিশ্বের ফুটবলপ্রেমীরা তাকিয়ে থাকবে -লিওনেল মেসির আর্জেন্টিনার দিকে। মেসির এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। নজর থাকবে দক্ষিণ আমেরিকার আরেক দেশ লুইস সুয়ারেজের উরুগুয়ের দিকেও। কিন্তু কাতারে নামার আগে মেসি-সুয়ারেজের দেশের কাছে হতাশার খবর।

২০৩০ বিশ্বকাপ হতে চলেছে টুর্নামেন্টের শততম বছর। সেই ঐতিহাসক বিশ্বকাপের যৌথভাবে আয়োজক হতে ঝাঁপিয়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ-আর্জেন্টিনা ও উরুগুয়ে। ১৯৩০ সালে উরুগুয়েতেই আয়োজন হয়েছিল। সেই হিসেবে মনে করা হচ্ছিল বিশ্বকাপের শততম বছরের সংস্করণটা উরুগুয়ে-আর্জেন্টিনা আয়োজন হতে বিশেষ সমস্যা হবে না। আরও পড়ুন-বড় নাদালের হারের পর 'ছোট নাদাল' আলকারাজ-এর জয়, ফ্ল্যাশিং মিডো পাবে নয়া চ্যাম্পিয়ন

দেখুন টুইট

কিন্তু আর্জেন্টিনা-উরুগুয়ের চিন্তা বাড়িয়ে উয়েফা প্রধা আলেকজান্দের সেসেরিন জানিয়ে দিলেন, ২০৩০ ফিফা বিশ্বকাপ ইউরোপেই হবে। ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজনে ইউরোপ থেকে যৌথভাবে বিড জমা দিয়েছে স্পেন-পর্তুগাল। উয়েফা প্রধানের যুক্তি হল, ২০১৮-র পর থেকে ২০২২,২০২৬ দুটো বিশ্বকাপ ইউরোপের বাইরে হচ্ছে। তাই ২০৩০ বিশ্বকাপটা ইউরোপেই হবে। আগে মোটের ওপর একটা সংস্করণ ছাড়া ছাড়া ইউরোপে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হত। কিন্তু ২০০৬ জার্মানির পর বিশ্বকাপ আয়োজন ইউরোপে ফিরেছিল ২০১৮-তে। ২০৩০ বিশ্বকাপ যদি লাতিন আমেরিকায় হয়, তাহলে ইউরোপের বাইরে সবচেয়ে বেশি সময় ফুটবল বিশ্বকাপ আয়োজন না হওয়ার রেকর্ড হবে। অথচ বিশ্ব ফুটবলে এখন ইউরোপেরই দাপট। যে কারণ উয়েফা প্রধানের গলায় আত্মবিশ্বাস ঝড়ে পড়ল। ২০৩০ বিশ্বকাপটা স্পেন, পর্তুগালেই হবে বলে আত্মবিশ্বাসী উয়েফা প্রধান।

প্রসঙ্গত, ২০২২ কাতার-এর পর ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।