Carlos Alcaraz. (Photo Credits: Twitter)

নিউ ইয়র্ক,২০২২:  ইউএস ওপেনে ইন্দ্রপতনের দিনে, নয়া তারকার জয়। স্পেনের কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল চতুর্থ রাউন্ডে অপ্রত্যাশিতভাবে হেরে যান আমেরিকার ফ্রান্সেস তিয়াফো-র বিরুদ্ধে। তবে নাদালের দেশের নয়া তারকা কার্লোস আলকারাজ ক্রোয়েশিয়ার গ্র্যান্ডস্লাম জয়ী মারিন চিলিচকে পাঁচ সেটের টানটান লড়াইয়ে হারিয়ে শেষ আটে উঠলেন। আলকারাজ জিতলেন ৪-৬,৬-৩,৪-৬,৬-৪,৬-৩।

সেমিফাইনালে ওঠার ম্যাচে তৃতীয় বাছাই আলকারাজের সামনে ইতালির জান্বিক সিন্নের। টিকা নেওয়ায় নোভাক জকোভিচ চলতি ইউএস ওপেনে খেলছেন না। ২২ গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল, শীর্ষ বাছাই ড্যানিলে মেদভেদও বিদায় নিয়েছেন। কোয়ার্টার ফাইনাল লড়াই শুরুর আগেই ঠিক হয়ে গেল এবার ইউএস ওপেনে পুরষদের সিঙ্গলস পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন।

দেখুন টুইট

ফলে চলতি বছর ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালের আগেই কেমন যেন দ্যুতি হারিয়েছে। নাদাল, মেদভেদের বিদায়ে আলকারাজের সামনে সুযোগ প্রথমবার গ্র্যান্ডস্লাম জেতার। খেতাব জয়ে আলকারাজের সবচেয়ে বড় প্রতিপক্ষ অস্ট্রেলয়ার নিক কির্গিস। যিনি চলতি বছর উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরেছিলেন।