টোকিও, ৪ অগাস্ট: টোকিও অলিম্পিকের ত্রয়োদশ দিনটা দারুণ কাটল ভারতের। মহিলাদের বক্সিং থেকে ব্রোঞ্জ এল লাভলিনার হাত ধরে। ৫৭ কেজি কুস্তিতে ফাইনালে উঠলেন রবি কুমার দাহিয়া। দেশের অপর কুস্তিগীর দীপক পুনিয়া সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নামবেন। মহিলাদের কুস্তিতে অনশু মালিক রেপেচার্জ রাউন্ডে নেমে পদক জয়ের মুখে দাঁড়ালেন। জ্যাভলিন থ্রোয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে সবার মধ্যে শীর্ষে থেকে ফাইনালে উঠে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া।

মহিলাদের গল্ফে প্রথম রাউন্ডের শেষে অদিতি অশোক দু নম্বরে আছেন। হতাশা বলতে, মহিলা হকির সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে লড়ে ১-২ গোলে হারটা।

আগামিকাল, বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৭টায় জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ জয়ের ম্যাচে নামছে ভারতীয় পুরুষ হকি দল। ৪১ বছর বাদে অলিম্পিকে হকিতে পদক জয়ের হাতাছানি ভারতীয় পুরুষ দলের কাছে। অন্যদিকে, কাল দুপুরে কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে নামছেন রবি কুমা দাহিয়া।  দুবারের বিশ্বজয়ী উজবেকিস্তানের মহাতারকা কুস্তিগীর জাভুর উগুয়েভের বিরুদ্ধে রবি জিততে পারলে সেটাই হবে অলিম্পিক কুস্তিতে ভারতের প্রথম সোনা।