Tokyo Olympics 2020: প্রতিপক্ষ সাত গোল খাওয়া অস্ট্রেলিয়া নয়, পুরষদের হকিতে ভারতকে ব্রোঞ্জ জিততে হারাতে হবে জার্মানিকে
(Photo Credits: Getty Images)

টোকিও, ৩ অগাস্ট: বেলজিয়ামের কাছে সেমিফাইনালে ২-৫ গোলে হেরে পুরুষদের অলিম্পিক হকিতে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের (Indian Hockey)। এবার পদক জয়ের লড়াই। ৪১ বছর পর হকিতে অলিম্পিক পদক জিততে হলে ভারতীয় পুরুষ দলকে হারাতে হবে জার্মানদের।  দ্বিতীয় সেমিফাইনালে জার্মানি ( Germany)-কে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া (Australia)। বৃহস্পতিবার ফাইনালে অস্ট্রেলিয়া খেলবে বেলজিয়াম-এর (Belgium) বিরুদ্ধে। আরও পড়ুন: টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে পরপর তিনবার অলিম্পিকে পুরুষদের ফুটবল ফাইনালে ব্রাজিল

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদক জেতার ম্যাচের ভারতের প্রতিপক্ষ জার্মানি।  গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হেরে গিয়েছিল ভারত। তাই ব্রোঞ্জ জয়ের ম্যাচে অজিদের এড়িয়ে জার্মানদের পেয়ে খুশিই হবেন শ্রীজেশ-মনপ্রীত-হার্দিকরা। গ্রুপ লিগে জার্মানরা দুটি ম্যাচে হারেন। দক্ষিণ আফ্রিকার মত দলও জার্মান দলকে হারায়। সেখানে গ্রুপ লিগে ভারত শুধু অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল। ভারত কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে হারিয়েছিল গ্রেট ব্রিটেনকে আর সেখানে জার্মানি শেষ আটের ম্য়াচে ৩-১ হারায় গতবারের অলিম্পিক সোনাজয়ী আর্জেন্টিনাকে।

গত রিও অলিম্পিকে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল জার্মানি। তারপর ব্রোঞ্জ নির্ধারক ম্যাচ নেদারল্যান্ডসের কাছে হেরে শূন্য হাতে ফিরে ছিল জার্মানিক।

আজ, মঙ্গলবার সকালে আশা জাগিয়েও অলিম্পিক হকির ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারতের পুরুষ হকি দল। মঙ্গলবার সেমিফাইনালে বেলজিয়ামের কাছে তারা ৫-২ গোলে হেরে যায়। এবার ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নামবেন মনপ্রীতরা। খেলার শুরুতেই গোল খায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন বেলজিয়ামের লোইক লুইপার্ট। যদিও খানিক পরেই গোল শোধ করে দেয় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। এর কিছু সময় পরেই অমিত রুহিদাসের বাড়ানো বল থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং। মনদীপের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম। তবে টানা তিনটি পেনাল্টি কর্নার আটকালেও কিছু ক্ষণের মধ্যে ফের পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম। অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্সের গোলে ২-২ করে বেলজিয়াম।