টোকিও, ৩ অগাস্ট: ২০১২ লন্ডন, ২০১৬ রিও, ২০২০ টোকিও। পরপর তিনটি অলিম্পিক্স গেমসের ফাইনালে উঠল ব্রাজিলের অনুর্ধ্ব ২৩ পুরুষ ফুটবল দল (Brazil National Football Team)। মঙ্গলবার টোকিও গেমসের (Tokyo Olympics 2020) সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে সোনা জয়ের লড়াইয়ে উঠল ডানি আলভেসের নেতৃত্বে খেলা ব্রাজিল। ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনালে এই মেক্সিকোর কাছে হেরেই প্রথমবার অলিম্পিকে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের। ২০০৪ এথেন্স ও ২০০৮ বেজিং অলিম্পিকে পুরুষদের ফুটবলে সোনা জেতে আর্জেন্টিনা। এবার পরপর দুবার পুরুষদের ফুটবলে সোনা জেতার হাতছানি ব্রাজিলের সামনে।

টাইব্রেকারে ব্রাজিলকে জিতে নায়ক বনে গেলেন গোলকিপার স্যান্টোস। পরপর দুবার অলিম্পিকে পুরুষদের ফুটবলে সোনা জিততে হলে ব্রাজিলকে ফাইনালে হারাতে হবে স্পেন বনাম জাপান সেমি ম্যাচের জয়ী দলকে। আরও পড়ুন: মানসিক সমস্যা কাটিয়ে ফিরে পদক জিতলেন সিমোনা বাইলস

সেমিফাইনালে ব্রাজিল- মেক্সিকো ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য অবস্থায় শেষ হয়। এক্সট্রা টাইমেও কোনও গোল হয়নি। ব্রাজিলের বল পজিশন ভাল থাকলেও ম্যাচে প্রত্যাশিত মানের ফুটবল খেলতে পারেনি। বরং মেক্সিকো সীমিত সাধ্য নিয়ে ভাল লড়াই চালায়। টাইব্রেকারে মেক্সিকোকে এগিয়ে রাখা হয়েছিল তাদের তারকা গোলকিপার গুলির্মো ওচোয়ার জন্য। কিন্তু শ্যুট আউটে মেক্সিকোর তরুণ ফুটবলাররা একেবারে খারাপ শট নেন। টাইব্রেকারের প্রথম দুটো শটেই গোল করতে ব্যর্থ হয় মেক্সিকো। ব্রাজিল সেখানেই ম্যাচ পকেটে পুড়ে নেয়।

গতবার রিও গেমসে নিজেদের দেশে জার্মানিকে ফাইনালে হারিয়ে সোনা জিতেছিলেন নেইমাররা। এবার টোকিওতে আহামরি ফুটবল না খেললেও কাজের কাজ করে ফাইনালে উঠে গিয়েছে ব্রাজিল। গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠে কোয়ার্টার ফাইনালে ইজিপ্টকে ১-০ গোলে হারায় ডানি আলভেস।