Australian Open 2022: একই দিনে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন তিনজন অস্ট্রেলিয়ান
Thanasi Kokkinakis and Nick Kyrgios are the 2022 Australian Open doubles champions. (Photo Credits: Twitter)

মেলবোর্ন, ২০ জানুয়ারি: একই দিনে তিনজন অস্ট্রেলিয়ান দেশের মাটিতে গ্র্যান্ডস্লাম জেতার নজির গড়লেন। আজ শনিবার, ২৯ জানুয়ারি দিনটা অস্ট্রেলিয়ার টেনিসের (Australia) ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকল। শুধু টেনিস কেন বলা ভাল একই দিনে দেশের মাটিতে একটা গ্র্যান্ডসামে তিনজন  চ্যাম্পিয়ন পেয়ে বিশ্ব খেলায় নিজেদের পতাকা পুঁতল অস্ট্রেলিয়া।  এদিন মহিলাদের সিঙ্গলসে আমেরিকার ড্যানিলে কলিন্সকে হারিয়ে খেতাব জেতেন অস্ট্রেলিয়ার অ্যাসলে বার্টি (Ashley Barty)। ৪৪ বছর পর সিঙ্গলসে অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন বার্টি। এরপর পুরুষদের ডবলসে চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার নিক কিরগিয়স  (Nick Kyrgios)-থানাসি কোকুনাকিস জুটি।

ফাইনালে নিজের দেশের জুটি ম্যাথু এবডেন -ম্যাক্স পুরসেলকে স্ট্রেট সেটে  ৭-৫, ৬-৪ হারালেন কিরগিয়স-থানাসি। পুরুষদের ডবলসে আজ ছিল অল অস্ট্রেলিয়ান ফাইনালে। যাতে শেষ হাসি হাসলেন নিজের দেশের খেলোয়াড় এবডেনকে নিয়ে খেলা টেনিসের ব্যাড বয় হিসেবে পরিচিত কিরগিয়স। ফলে দিনের শেষে একই দিনে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনজন অস্ট্রেলিয়ান। এমন নজির এর আগে কোনও গ্র্যান্ডস্লামে হয়নি। আরও পড়ুন:  ৪৪ বছরের প্রতীক্ষার অবসান, কোনও সেট না হারিয়ে দেশের মাটিতে গ্র্যান্ডস্লাম জয়ের নজির বার্টির

দেখুন টুইট

এদিকে, আগামিকাল, রবিবার ভারতীয় সন্ধ্যা সাড়ে ৬টায় পুরুষদের ফাইনালে নামছেন রাফায়েল নাদাল-ড্যানিলে মেদেভেদভ। নাদাল চ্যাম্পিয়ন হলে বিশ্বের প্রথম পুরষ খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়বেন। রাফা ছাপিয়ে যাবেন রজার ফেডেরার, নোভাক জকোভিচের ২০টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডকে।