
দুবাই, ৯ মার্চ: তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে টিম ইন্ডিয়াকে ২৫১ রানের গণ্ডি টপকাতে হবে। রবিবার দুবাইয়ে ফাইনালে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট তরে নির্ধারিত ৫০ ওভারে নিউ জিল্যান্ড করল ২৫১ রান। ১৬৫ রানে অর্ধেক ইনিংস গুটিয়ে গিয়েও সাত নম্বরে নেমে মিচেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংসটাই কিউইদের লড়াইয়ে রাখল। একটা সময় মনে হচ্ছিল মিচেল স্ট্যান্টনার-রা বোধহয় ২২৫-২৩০-এর মধ্যেই গুঁটিয়ে যাবেন। কিন্তু ব্রেসওয়েলের হাফ সেঞ্চুরি ইনিংসটা ফাইনালটা জমিয়ে দিল। তবে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের মত 'চেজ মাস্টার' ব্যাটাররা থাকায় ২৫২ রান তাড়া করে জেতাটা তেমন বড় অসুবিধা হওয়ার কথা নয়। যদিও এটাও টিক ফাইনালে মানসিক চাপ একটা বড় ফ্য়াক্টার।
দারুণ বল করলেন কুলদীপ যাদব
এদিন ফাইনালে দুবাইয়ের পিচে দারুণ বল করলেন কুলদীপ যাদব (২/৪০), বরুণ চক্রবর্তী (২/৪৫)। জাদেজা (১/৩০), অক্ষর (০/২৯)-রাও কিউই ব্যাটারেদর ওফর চাপ রাখলেন। কিন্তু দুই পেসার মহম্মদ সামি ও হার্দিক পান্ডিয়া একগাদা রান দিলেন। সামি ৯ ওভারে দিলেন ৭৪ রান, আর হার্দিকের ৩ ওভারে গেল ৩০ রান। সামি অবশ্য ড্য়ারি মিচেলকে মোক্ষম সময়ে আউট করেন কিউইদের বড় ধাক্কা দিয়েছিলেন। কিন্তু একগাদা রান দিয়ে ফেলেলন। বরুণ, কুলদীপই টিম ইন্ডিয়াকে শুরুতে ম্যাচে ফেরান। দুই কিউই ওপেনার ৫৬ রান যোগ করে যখন বিপজ্জনক হয়ে উঠছেন, সেই সময় উইল ইয়ং (১৫)-কে আউট করে টিম ইন্ডিয়াকে প্রথম সফলতা এনে দেন বরুণ।
ভারতের চাই ২৫২
Indian spinners deliver again but New Zealand pounce back to post a fighting target in Dubai 👊#ChampionsTrophy #INDvNZ ✍️: https://t.co/SGA6TKUuGX pic.twitter.com/Dnzi7TsrXX
— ICC (@ICC) March 9, 2025
কী হল প্রথম ইনিংসে
বিনা উইকেটে ৫৬ থেকে কিউইরা ৭৫ রানের মধ্যে ৩ উইকেটে খুইয়ে বড় চাপে পড়ে যান। সেই সময় বিপজ্জনক হয়ে ওঠে কিউই ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট- রচিন রবীন্দ্র (২৯ বলে ৩৭)- ও কেন উইলিয়াসন (১১)-কে আউট করেন কুলদীপ। কিছুক্ষণ পর টম লাথাম (১৪)-কে ফিরিয়ে দলকে বড় সফলতা এনে দেন। সেখান থেকে গ্লেন ফিল্পিস ও ড্যারি মিচল লড়ছিলেন। তবে বরুণ চক্রবর্তীর বলে ফিল্পিসের (৩৪) বোল্ড হওয়ার পর মনে হচ্ছিল, কিউইরা রোহিতদের সামনে তেমন বড় কোনও টার্গেট দিতে পারবেন না। কিন্তু লড়াকু কিউইরা নিজেদের নামের প্রতি সুবিচার করে শেষের দিকে দুটি কার্যকরী পার্টনারশিপ করে লড়ার মত রান তুলল।
ব্রেসওয়েলের জন্য হল না 'অল ইজ ওয়েল'
শেষ অবধি দুবাইয়ে অঘটন ঘটিয়ে কিউইরা কাপ জিতলে, ২টি ওভার বাউন্ডারি, ৩টি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ৫৩ রানের ইনিংসটা খেলা ব্রেসওয়েল ২০২০ চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিস কেয়ার্ন্স হয়ে উঠতে পারেন।