Team India Meets King Charles III. (Photo Credits: X)

Team India Meets King Charles III: লর্ডসে বেদনাদায়ক হারের পর খোদ কিং চালর্স সান্ত্বনা জাানলেন শুভমন গিল (Shubhman Gill)-দের। লর্ডসের (Lord's Test) হৃদয়ভঙ্গ করা হারের ঠিক পরদিন কিং চার্লসের সঙ্গে দেখা করলেন টিম ইন্ডিয়া (Team India)-র ক্রিকেটাররা। কিং চার্লসের সঙ্গে ছবি তুললেন, কথা বললেন শুভমন গিল-রা। আর দেখা হতেই গিলদের সান্ত্বনা জানিয়ে রাজা চার্লস বলেন, "গতকাল, লর্ডসে শেষ উইকেটটা যেভাবে পড়ল তা সত্য়িই দুর্ভাগ্যজনক। তবে তোমরা দারুণ লড়াই করেছো।" প্রসঙ্গত, রবীন্দ্র জাদেজা যখন টিম ইন্ডিয়াকে অপ্রত্যাশিতভাবে জয়ের দোরগড়ায় নিয়ে যাচ্ছিলেন, তখন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বাশিরের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে যান টিম ইন্ডিয়ার একাদশতম ব্যাটার মহম্মদ সিরাজ। সিরাজের আউট হতেই লর্ডসে ২২ রানে হেরে সিরিজে ১-২ পিছিয়ে পড়েন গিলরা। তবে হারলেও টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের লড়াকু মনোভাব আর হার না মানার মানসিকতার প্রশংসা করেন কিং চার্লস। ইংল্যান্ডের রাজা গিলদের মনে করিয়ে দেন, একজন খেলোয়াড়ের কাছে আসল হল লড়াই আর পরিশ্রম।

দেখুন কিংস চার্লসের সঙ্গে দেখা করলেন গিলরা

লর্ডস টেস্ট নিয়ে গিলদের সঙ্গে গল্প করলেন কিং চার্লস

ইংল্য়ান্ডের রাজ পরিবারের ক্রিকেটপ্রেমের কথা সবার জানা। প্রিন্স চার্লস ক্রিকেটের ভক্ত বলেও শোনা যায়। গিলদের সঙ্গে ক্রিকেট নিয়ে কথাও বললেন ব্রিটেনের রাজা। লর্ডস টেস্ট নিয়ে নানা বিষয়ে খুঁটিয়ে ভারীয় ক্রিকেটারদের সঙ্গে জানতে জানালেন ব্রিটেনের রাজা।

২৩ জুলাই থেকে সিরিজের চতুর্থ টেস্ট শুরু ওল্ড ট্রাফোর্ডে

লর্ডস টেস্টে দুরন্ত লড়াইয়ের পরেও ২২ রানের ধাক্কা কাটিয়ে উঠে সিরিজে সমতায় ফেরার লড়াইয়ে ম্য়ানচেস্টারে এল টিম ইন্ডিয়া। আগামী বুধবার, ২২ জুলাই থেকে ম্য়ানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে খেলতে নামছেন শুভমন গিল ও বেন স্টোকস-রা। সিরিজে ১-২ পিছিয়ে থাকা অবস্থায় ওল্ড ট্রাফোর্ডে নামছেন গিলরা।