2022 Winter Olympics: চিনে শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় দলের ম্যানেজার করোনায় আক্রান্ত
(Photo Credits: IANS)

বেজিং, ২ ফেব্রুয়ারি: চিনের রাজধানী বেজিংয়ে শীতকালীন অলিম্পিকে যোগ দিতে যাওয়া ভারতীয় দলে করোনা হানা। শুক্রবার থেকে শুরু হতে চলা শীতকালীন অলিম্পিকে ভারতীয় দলের ম্যানেজার মহম্মদ আব্বাস ওয়ানি ( Mohammad Abbas Wani )করোনায় আক্রান্ত হলেন। বেজিং শীতকালীন অলিম্পিকে ভারতের একজন মাত্র খেলোয়াড় অংশ নিচ্ছেন। তবে ভারত কর্মকর্তা, ম্যানেজার সহ  মোট ৬ সদস্যের দল বেজিং য়ে পাঠিয়েছে। স্কিয়ার আরিফ খান একমাত্র ভারতীয় যিনি এবারের শীতকালীন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেই একজন ক্রীড়াবিদের ভারতীয় দলের ম্যানেজার করোনায় আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে আছেন।

বেজিংয়ে গত মাস থেকে করোনার ঢেউ শুরু হয়েছে। ওমিক্রমন সংক্রমণও বাড়ছে। সেই ঝুঁকি নিয়েই চিনে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক। সময় যত এগোচ্ছে বেজিং গেমসে অংশ নিতে চলা একের পর এক ক্রীড়াবিদ, কর্মকর্তা, আয়োজক কোভিডে আক্রান্ত হয়েছেন। টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকের মত বেজিং শীতকালীন গেমসেও দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে।

বেজিং শীতকালীন অলিম্পিক্সে ভারতের একমাত্র প্রতিনিধি আরিফ খান জম্মু-কাশ্মীরের গুলমার্গের বাসিন্দা। স্লালোম এবং জায়েন্ট স্লালোম বিভাগে অংশ নেবেন তিনি। ভারত শীতকালীন অলিম্পিকের ইতিহাসে কখনও কোনও পদক জিততে পারেনি। এবারও পদক জেতার আশা খুবইু কম।