নিউ ইয়র্ক, ২৭ অগাস্ট: US Open 2019: 'ডেভিড বনাম গোলিয়াথ' লড়াইয়ে মন জিতলেন ভারতের টেনিস খেলোয়াড় সুমিত নাগাল (Sumit Nagal)। জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম ম্যাচে খেলতে নেমে, একেবারে দুনিয়ার সর্বকালের সফলতম রজার ফেডেরারের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম সেটে জেতেন সুমিত। একেবারে রূপকথার মত শুরু হল সুমিতের গ্র্যান্ডস্লাম কেরিয়ার। যদিও ২০টি গ্র্যান্ডস্লামের মালিক রজার ফেডেরারের কাছে শেষ অবধি সুমিত হারেন ৪-৬, ৬-১, ৬-২, ৬-৪। ফ্ল্যাশিং মিডোয় ইউএস ওপেনের প্রথম রাউন্ডের এই ম্যাচে ২ ঘণ্টা ৫৯ মিনিট ধরে চলা ম্যাচে সুমিতে লড়াই নজর কাড়ল। অভিষেক গ্র্যান্ডস্লাম ম্যাচে রজার ফেডেরারের বিরুদ্ধে সেট জেতার নজির খুব কম খেলোয়াড়ের আছে। লিয়েন্ডার পেজ-সানিয়া মির্জাদের দেশে রজার ফেডেরারের বিরুদ্ধে গ্র্যান্ডস্লাম ম্যাচে সুমিতের এই সেট জয়ের কীর্তি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে অনামী এক ভারতীয়র কাছে হোঁচট খেলেন ফেডেরার। ফ্ল্যাশিং মিডোয় নাগাল এদিন ম্যাচটা শুরু করেছিলেন অকল্পনীয়ভাবে। ফেডেরারে সার্ভ ভেঙে প্রথম সেটে বিশ্বের ১৯০ তম এই ভারতীয় খেলোয়াড় ৬-৪ জিতে নিয়েছিলেন। তবে তারপরের তিনটি সেটে ফেডেরার ৬-১, ৬-২, ৬-২ জিতে দ্বিতীয় রাউন্ডে হারেন। ম্যাচ হারলেও টেনিস বিশ্বের প্রশংসা পেলেন নাগাল। আরও পড়ুন-অ্যান্টিগায় জশপ্রীত বুমরা-র পাঁচ উইকেটে বড় রেকর্ড হল, এই ব্যাপারে এশিয়ায় প্রথম বুমরা
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রজার ফেডেরার প্রশংসা করলেন সুমিতের। সর্বকালের অন্যতম সেরা ফেডেরার বললেন, সুমিতের মধ্যে অনেক প্রতিভা আছে। প্রথম সেটে জেতা সুমিতের আফশোস রজারকে আরও একটু ফাইট দেওয়ার ক্ষমতা ছিল তাঁর। রজার ফেডেরারে বিরুদ্ধে নামার আগে গতকাল বিরাট কোহলি টোটকা দেন সুমিত নাগালকে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সুমিতকে ফেডেরারের বিরুদ্ধে লড়াইটা উপভোগ করতে বলেন।
সুমিত এখন জার্মানিতে থাকেন। সেখানে এই টেনিস তারকার থাকা, খাওয়া এবং কোচিংয়ের জন্য যাবতীয় খরচ দেয় বিরাট কোহলি ফাউন্ডেশন। জীবনের স্মরণীয় মুহূর্তের আগে সুমিতকে তাতাতে সোমবার টুইট করলেন বিরাট কোহলি। লিখলেন, 'ইউএস ওপেনে যোগ্যতাঅর্জন করার জন্য প্রথমে অভিনন্দন সুমিত। জীবনের প্রথম ম্যাচেই কিংবদন্তি রজার ফেডেরারের বিরুদ্ধে নামাটা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু আমরা তোমাকেই সমর্থন করব। বেস্ট উইশেস অ্যান্ড গুড লাক।'