Sifan Hassan. (Photo Credits: x)

বিশ্বের প্রথম মহিলা হিসেবে ৫ হাজার, ১০ হাজার মিটার দৌড়ের পর প্যারিস অলিম্পিক গেমসে ম্যারথনেও সোনা জিতলেন নেদারল্যান্ডসের সিফান হাসান (Sifan Hassan)। প্যারিসে মহিলাদের ম্যারথনে জয়ী সিফানের জীবন যুদ্ধের কাহিনি বড় অনুপ্রেরণার। ইথিওপিয়া ছেড়ে ১৫ বছর বয়সে সিফান হাসান শরণার্থী হিসেবে নেদারল্যান্ডসে চলে আসেন। সেখানে এক আশ্রয় শিবিরে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতে করতে অ্যাথলেটিক্স ট্রেনিং শুরু করেন হাসান। লম্বা দূরত্বের দৌড়ে অসাধারণ পারফরম্যান্স করে এরপর নেদারল্যান্ডসের নাগরিকত্ব পান সিফান। সেই শরণার্থী মেয়েটাই নজির গড়ে এবার নেদারল্যান্ডসকে তিনটি সোনা এনে দিলেন। এই প্রথম নেদারল্যান্ডসের কেউ অলিম্পিক ম্যারথনে সোনা জিতলেন।

প্যারিসে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ডে ম্যারথন শেষ করে সোনা জেতেন ইথিওপিনিয়ান ডাচ মহিলা স্প্রিন্টার সিফান হাসান। তাঁর চেয়ে তিন সেকেন্ড বেশী সময় নিয়ে রুপো জেতেন ইথিওপিয়ার টিগস্ট আসসেফা। ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতলেন কেনিয়ার হেলেন ওবিরি। আরও পড়ুন-প্যারিসে সোনাহীন ৬ পদকে শেষ ভারতের অলিম্পিক, আক্ষেপ থেকে আনন্দ এক নজরে

প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে মহিলাদের ম্য়ারথনে মোট ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল পথ অতিক্রম করতে হয়।

এর আগে গতকাল, শনিবার প্যারিসে পুরুষদের ম্যারাথনে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন ইথিওপিয়ার তামিরাত তোলা (Tamirat Tola)।