Australian Open 2022: কোয়ার্টার ফাইনালে উঠে সানিয়ার মুখে রামের নাম
Sania Mirza (Photo Credits: IANS)

মেলবোর্ন, ২৩ জানুয়ারি: চলতি মরসুম শেষেই টেনিসকে বিদায় জানাবেন সানিয়া মির্জা (Sania Mirza)। অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2022) ডবলস থেকে বিদায় নেওয়ার পরই সানিয়া জানিয়েছিলেন তাঁর অবসর নেওয়ার কথা। ডবলসের প্রথম রাউন্ডে বিদায় নিলেও, মিক্সড ডবলসে রাজীব রাম (Rajeev Ram)-কে সঙ্গে নিয়ে বেশ ভালই এগোচ্ছেন সানিয়া। রবিবার মিক্সড ডবলসের দ্বিতীয় রাউন্ডে আমেরিকার রাজীব রামকে নিয়ে সানিয়া হারালেন ৭-৬, ৬-৪ মাতওয়ো মিডলকোপা ও এলিন পেরেজকে।

ম্যাচ জেতার পর সতীর্থ রামের প্রশংসা করে সানিয়া বললেন, " ও ম্যাচের গুরুত্বপূর্ণ সময় এমন কিছু শট খেলল, যাতে আমাদের জয়ের কাজটা সহজ হয়ে গেল। তা ছাড়া আমাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ গড়ে উঠেছে। অবাছাই হিসেবে খেলতে নেমে সানিয়া-রাম জুটি প্রথম রাউন্ডে জেতেন ৬-৩, ৭-৬ ক্রোয়েশিয়ার ক্রুনিচ-কাকচিচ জুটির বিরুদ্ধে। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়াই এখন ভারতের একমাত্র প্রতিনিধি। কারণ রোহন বোপান্না ডবলসের মত মিক্সড ডবলসেও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন। আর পুরুষ বা মহিলাদের সিঙ্গলসে কোনও ভারতীয় খেলোয়াড় মূলপর্বে উঠতে পারেননি। আরও পড়ুন:  যুব বিশ্বকাপে রেকর্ড রান ভারতের, উগান্ডার বিরুদ্ধে ভারতের ছোটরা করল ৪০৫

এদিকে, পুরুষদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে অঘটনের শিকার হলেন আলেকজান্দার জেভরেভ। টোকিও অলিম্পিকে সোনা জয়ী জেভরেভকে ৬-৩, ৭-৬, ৬-৩ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন কানাডার ডেনিস শাপালোভ। নোভাক জকোভিচের অনুপস্থিতিতে রাফায়েল নাদাল, ড্যানিয়েল মেদভেদভের পাশাপাশি জার্মানির তারকা জেভেরভকে খেতাব জয়ের দাবিদার হিসেবে ধরা হচ্ছিল।