ভেনেজুয়ালের এক ব্লগারের দাবি মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তিনি যৌনতায় মেতেছেন। জিওর্জিয়ালায়া নামে ভেনেজুয়ালের ব্লগারের দাবি, গত বছর ২৫ মার্চ পর্তুগালের এক হোটেলে রোনাল্ডোর সঙ্গে রঙীন এক রাত কাটান। মোবাইলে টেক্সট করে একেবারে হোটেলে ডাকেন রোনাল্ডো। এরপর হোটেলের নাইট ক্লাবে দু'জনে কিছুটা সময় কাটানোর পর, রোনাল্ডো তাঁকে তার ঘরে নিয়ে গিয়ে যৌনতায় মাতেন।
সোশ্য়াল মিডিয়ায় নিজের সাহসী পোস্ট করে সেই ভেনেজুয়ালের ব্লগারের দাবি, তিনি যখন মোবাইলে রোনাল্ডোর টেক্সট পান বুঝতে পারেনি সেটা যৌনতার প্রস্তাব ছিল। বরং ভেবেছিলেন সাদামাটা কোনও আমন্ত্রণ। রোনাল্ডোর সঙ্গে তিনি যে হোটেলে রাত কাটিয়েছিলেন তা হল উত্তর পর্তুগালের ভিলা নোভা দ্য গিয়ার সোলভেরদের। আরও পড়ুন- সরাসরি আজ রাতে দেখুন রোনাল্ডোর ম্যাচ
দেখুন সেই ভেনেজুয়েলার ব্লগারের ইনস্টা ছবি
View this post on Instagram
দেখুন ছবিতে
View this post on Instagram
রোনাল্ডোর সঙ্গে যৌনতার জেরে তাঁর সঙ্গে তাঁর স্বামীর ডিভোর্স হতে চলেছে বলে দাবি জিওর্জিয়ালায়া-র। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন মেওরগা নামের এক মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনের পর মোটা ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।