Cristiano Ronaldo. (Photo Credits: Twitter)

সৌদি আরবের পেশাদার লিগে অপ্রতিরোধ্য ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের হয়ে শেষ শেষ তিনটে ম্যাচের মধ্য়ে দুটিতে হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো। লিগের শেষ ম্যাচে দামাচের বিরুদ্ধে আল নাসরর ৩-০ গোলে জয়ে তিনটি গোলই করে রোনাল্ডো। মোট ৮টা গোল করে সৌদি প্রো লিগে সিআরসেভেনই এখন সর্বোচ্চ গোলদাতা।

আজ, শুক্রবার রোনাল্ডোদের প্রতিপক্ষ ১৬ দলের লিগ তালিকায় সবার শেষে থাকা আল-বাতিন। দুর্বল আল বাতিনের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা রোনাল্ডো আজ কতটা ভয়ঙ্কর হয় সেটাই দেখার। চলতি লিগে আল-নাসের তাদের শেষ পাঁচটা ম্যাচের চারটেতেই জিতেছে।

দেখুন টুইট

ভারতীয় সময় আজ, শুক্রবার রাত ১১টা থেকে সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন সৌদি পেশাদার লিগে আল নাসের বনাম আল-বাতিনের মধ্যে ম্যাচ। তবে টিভিতে সরাসরি দেখানো হবে ম্যাচ।