মুম্বই, ৯ নভেম্বর: টি টোয়েন্টি ফর্ম্যাটে বিরাট কোহলির পর, দেশের নতুন অধিনায়ক হলেন রোহিত শর্মা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে লোকেশ রাহুলকে সহ অধিনায়ক নির্বাচিত করা হল। ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলা টি২০ এই সিরিজে খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেলেন কেকেআর-এর হয়ে দারুণ খেলে নজরকাড়া অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। আবাদ পড়লেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের জায়গায় পেসার অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়া হয়েছে।
ইপিএল ২০২১-এ নজরকাড়া পারফরম্যান্স করা ঋতুরাজ গায়কোয়েড, আবেশ খান ও হর্ষল প্যাটেল-ও ভারতীয় টি-২০ দলে সুযোগ পেলেন। স্কোয়াডে ফেরানো হয়েছে শ্রেয়স আইয়াকে। টি-২০ বিশ্বকাপে রিজার্ভ দলে ছিলেন শ্রেয়স। যুজবেন্দ্র চাহালকে টি-২০ দলে ফেরানো হয়েছে। বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী। বিশ্রামে পাঠানো হয়েছে রবীন্দ্র জাদেজাকে। জাদেজার পরিবর্তে স্কোয়াডে এসেছেন অক্ষর প্যাটেল। শার্দুল ঠাকুরের পরবির্তে দলে নেওয়া হয়েছে দীপক চাহারকে। বুমরা, শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভূবনেশ্বর কুমার খেলছেন।
দেখুন টুইট
India’s T20 squad against NZ | R Sharma(Capt), KL Rahul (VC), R Gaikwad, Shreyas Iyer, Suryakumar Yadav, R Pant (WC), Ishan Kishan (WC),Venkatesh Iyer, Y Chahal, R Ashwin,Axar Patel,Avesh Khan, Bhuvneshwar Kr,D Chahar, Harshal Patel,Mohd Siraj
Rohit Sharma named India's T20 Capt pic.twitter.com/P2D4lOtKL3
— ANI (@ANI) November 9, 2021
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়েড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুার যাদব, ঋষভ পন্থ, ইশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভূবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।