আরও একবার খেতাব হাতে রাফায়েল নাদাল। (Photo Credits: Getty)

নিউ ইয়র্ক, ৯ সেপ্টেম্বর: US Open 2019: কেরিয়ারের ১৯তম গ্র্যান্ড স্লাম জিতলেন স্পেনের মহাতারকা রাফায়েল নাদাল (Rafael Nadal)। রবিবার রাতে ফ্ল্যাশিং মিডোয় ইউএস ওপেনের ফাইনালে ড্যানিয়েল মেদভেদেভ (Daniil Medvedev)-কে পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লামটা জিতলেন নাদাল। ফাইনালে নাদাল প্রথম দুটি সেট ৭-৫,৬-৩ জয়ের পর, মনে হয়েছিল সহজেই রাফা জিতে যাবেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ সেটে অবিশ্বাস্য খেলে ৭-৫,৬-৪ জিতে নেন মেদভেদভ। তবে পঞ্চম তথা নির্ণায়ক সেটে অভিজ্ঞতা দিয়ে ৬-৪ জিতে ম্যাচ ও খেতাব জেতেন নাদাল।

ইউএস ওপেন জেতার ফলে কিংবদন্তি রজার ফেডেরার-এর সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের বিশ্বরেকর্ড থেকে নাদাল আর মাত্র একটা খেতাব দূরে থাকলেন। সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের হিসাবে রাফা-রজারের দূরত্ব এখন প্রকৃত অর্থেই উনিশ-বিশের হয়ে দাঁড়াল। ফেডেরার যেখানে ২০টি গ্র্যান্ডস্লাম জেতেন, সেখানে নাদাল ১৯টি গ্র্যান্ডস্লাম খেতাব জিতে ফেললেন। আরও পড়ুন-মিচেল স্টার্কের খুনে ডেলিভারিতে ভাঙল জো রুটের অ্যাবডমিনাল গার্ড (দেখুন ভিডিও)

এবার নিয়ে মোট চারবার ইউএস ওপেন জিতলেন নাদাল। চলতি বছর নাদালের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে স্পেনের কিংবদন্তি চলতি বছর ফরাসি ওপেনের ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে খেতাব জিতেছিলেন। তার আগে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নভোক জকোভিচের কাছে হারেন নাদাল। চলতি মরসুমের চারটি গ্র্যান্ড স্লামের দুটি জিতেছেন জকোভিচ, বাকি দুটি বনাদাল।