প্রথমবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের (Badminton Asia Championships 2020) ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হল পিভি সিন্ধু (PV Sindhu)-র। ফিলিপিন্সে আয়োজিত এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেই সন্তুষ্টি থাকতে হচ্ছে ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু-কে। সেমিফাইনালে জোর লড়াইয়ের পর সিন্ধু হারলেন ২১-১৩, ১৯-২১, ১৬-২১। প্রথম সেটে জেতার পর দ্বিতীয়টিতে একেবারে একটুর জন্য হারটাই সিন্ধুর কাছে খারাপ হয়। শনিবার মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে সিন্ধু হারলেন জাপানের তারকা ইয়ামাগুচির কাছে। ফলে ফাইনাল হাতছাড়া হলেও, ব্রোঞ্জ জেতা নিশ্চিত করলেন সিন্ধু। অলিম্পিকের মত এশিয়ান ব্যাডমিন্টনেও দুটো ব্রোঞ্জ পদক থাকায়, দুটি সেমিফাইনালিস্টের পরাজিতরাই পদক পান। আগামিকাল, রবিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ইয়ামোগুচি খেলবেন চিনের ওয়াংঝির বিরুদ্ধে।
ব্যাডমিন্টন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এশিয়া মহাদেশের এক নম্বর টুর্নামেন্টে এর আগে ২০১৪ সালে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। এর মাঝেই রিও অলিম্পিক রুপো, টোকিও গেমসে রুপো জিতে ফেলেন সিন্ধু। কিন্তু কিছুতেই এশিয়া চ্যাম্পিয়নশিপে পদক পাচ্ছিলেন না সিন্ধু। গতকাল কোয়ার্টার ফাইনালে চিনের হি বিজে-কে ২১-৯, ১৩-২১,২১-১৯ এ হারিয়ে পদক নিশ্চিত করেছিলেন হায়দ্রাবাদের মহাতারকা শাটলার। আরও পড়ুন:
'দয়া করে সুইগি কিনুন', ইলন মাস্ককে অনুরোধ শুবমন গিলের, কিন্তু কেন?
দেখুন টুইট
P.V Sindhu gets Bronze medal in Badminton Asia Championships.
Sindhu goes down fighting to top seed Akane Yamaguchi 21-13, 19-21, 16-21 in Semis.
Its 2nd Asian Championships medal for Sindhu (Earlier bronze in 2014). #BadmintonAsiaChampionship2022 pic.twitter.com/qeOCzfodl5
— India_AllSports (@India_AllSports) April 30, 2022
আজ, সিন্ধুর কাছে সুযোগ প্রথমবার এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার। কিন্তু ইয়ামাগোচির কাছে হারায় সিন্ধুর সেই স্বপ্নপূরণ হল না। সিন্ধু হারায় চলতি এশিয়ান ব্যাডমিন্টনে ব্যক্তিগত ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল।