Shubman Gill's Tweet On Swiggy: 'দয়া করে সুইগি কিনুন', ইলন মাস্ককে অনুরোধ শুবমন গিলের, কিন্তু কেন?
Shubman Gill and Elon Musk (Instagram and Wikimedia Commons)

ক্রিকেটার শুবমন গিলের (Shubman Gill) শুক্রবার রাতে করা একটি টুইট সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভারতীয় ক্রিকেটার টেসলা-র সিইও ইলন মাস্কের (Elon Musk) কাছে আবেদন করেছেন যাতে তিনি খাবার অর্ডার এবং ডেলিভারি প্ল্যাটফর্ম 'সুইগি' (Swiggy) কিনে নেন। টুইটারে শুবমন লেখেন, "ইলন মাস্ক, দয়া করে সুইগি কিনুন, যাতে তারা সময়মতো ডেলিভারি করতে পারে।"

খানিকক্ষণের মধ্যে শুবমনের করা এই টুইট ভাইরাল হয়ে যায়। সুইগি-র তরফেও লেখা হয় যাতে ক্রিকেটার তাঁর খাবার অর্ডার সংক্রান্ত সমস্যার বিষয়ে সরাসরি মেসেজ করেন। আরও পড়ুন: Viral: গাড়ির ধাক্কায় আহত ব্ল্যাক মাম্বা ঘুরছে আফ্রিকার রাস্তায়, ভাইরাল ভিডিও

শুবমান গিলের টুইটটি ৩৫ হাজারেরও বেশি 'লাইক' এবং ১৮০০ বেশি 'রিটুইট' করা হয়েছে এখনও পর্যন্ত। এছাড়াও নেটিজেন ওই টুইটে কমেন্ট করেছেন। অনেকেই শুবমনের সমর্থনে পোস্ট করেন। কেউ আবার তাঁর সমালোচনা করেছেন। কয়েকজন তো আবার শুবমনকে ক্রিকেট ছেড়ে কয়েকদিন ডেলিভারি বয়ের কাজ করার পরামর্শও দিয়েছেন। যাতে তিনি ডেলিভারি বয়দের সমস্যাটা বুঝতে পারেন।