Oval Cricket Ground (Photo Credit_Twitter)

Kevin Pietersen: বারবার শুধু ইংল্য়ান্ডেই (England)। যেন আর কোথাও টেস্ট ক্রিকেট খেলাই হয় না। প্রথম তিনবারের পর, ফের আগামী তিনটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের (ICC World Test Championship) ফাইনালের আসর বসবে ইংল্যান্ডেই। ২০২৭, ২০২৯ ও ২০৩১ বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Fianl)  হবে টেমস নদীর তীরের দেশেই। ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর বসেছিল ইংল্যান্ডের সাউদাম্পটন, ওভাল ও লর্ডসে (Lords)। কেন বারবার বিশ্ব টেস্ট ফাইনালের আসর শুধু ইংল্য়ান্ডেই বসবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কিন্তু ইংল্য়ান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন আইসিসি-র এই সিদ্ধান্তকেই সমর্থন জানালেন।

ইংল্যান্ডেই শুধু ফাইনালের পিছনে পিটারসেনের যুক্তি

কিছুটা আগেই ক্রিকেট ছেড়ে কমেন্ট্রি বক্সে জাঁকিয়ে বসা পিটারসেন বললেন,"আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আয়োজক হিসেবে ইংল্যান্ডকে বেছে নিয়ে একদম ঠিক কাজ করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে একমাত্র দেশ যেখানে ফাইনালে যারাই খেলুক, তাদের খেলা দেখতে গ্যালারি ভরে যাবে।"

দেখুন এক্স প্ল্য়াটফর্মে এই ইস্যুতে কী লিখলেন পিটারসেন

পিটারসেনের যুক্তিতে ভুল কোথায়

এটা ঠিক ভারতের থেকে অনেক ইংল্য়ান্ডে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা তুলনায় বেশি, গ্যালারি ভরা থাকে। কিন্তু শুধু সেই কারণেই আইসিসি টুর্নামেন্টের ফাইনাল হলে, ওয়ানডে বা টি-২০ বিশ্বকাপ ভারতের বাইরে আয়োজন হওয়াই উচিত নয়। ২০২৭ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে হতে চলেছে তা আগেই ঠিক ছিল, বিসিসিআই ২০২৯-র টেস্ট ফাইনালের আয়োজন নিয়ে আগ্রহী ছিল। ভারতের পর দক্ষিণ আফ্রিকাও আয়োজনের ব্যাপারে উতসাহ দেখায়। কিন্তু সব জল্পনায় জল ঢেলে আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু বা স্থান হিসেবে ইংল্যান্ডকে বেছে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।েই বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্ত নিয়ামক সংস্তা।।