Novak Djokovic(Photo Credits: @DjokerNole)

ডেনমার্ক, ২০ জানুয়ারি: নিজে করোনার টিকা নেননি। তাই তো অস্ট্রেলিয়া সরকারের কড়া কোভিড প্রোটোকল নিয়মের কারণে মুখ নিচু করেই দেশে ফিরে আসতে হয়েছে এক নম্বর টেনিস তারকাকে। কোভিডের টিকা নিতে নারাজ নোভাক জোকোভিচ (Novak Djokovic)। অথচ সেই তিনিই নাকি কোভিডের ওযুধ প্রস্তুতিতে নিযুক্ত একটি সংস্থার শেয়ারের মালিক। সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন ডেনমার্কের ‘কোয়ান্টবায়োরেস’ নামের একটি সংস্থার সিইও ইভান লনকারেভিচ। শোনা যাচ্ছে এই ‘কোয়ান্টবায়োরেস সংস্থা কোভিডের টিকা নয়, বরং ওষুধ তৈরির চেষ্টা করে চলেছে। যাতে মারণ রোগ হলে ওই ওষুধ কাে লাগতে পারে। এজন্য সংস্থার তরফে মোট ১১ জন বিজ্ঞানী কোভিডের ওষুধ তৈরিতে নিরন্তর কাজ করে চলেছেন। আরও পড়ুন-Coronavirus Cases In India: নতুন আক্রান্ত ৩ লাখ ১৭ হাজার ৫৩২, দেশে অপ্রতিরোধ্য কোভিড

সংস্থার অফিস রয়েছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও স্লোভেনিয়াতে।  গত ২০২০-র জুন মাসে এই ‘কোয়ান্টবায়োরেস’ -এর ৮০ শতাংশ শেয়ার কিনে নেন নোভাক জোকোভিচ। তবে  ‘কোয়ান্টবায়োরেস’-এর সিইও  ইভান লনকারেভিচ টেনিস তারকা শেয়ারের পরিমাণ নিয়ে মুখ খোলেননি। ‘কোয়ান্টবায়োরেস’-এর তৈরি ওষুধের বেশ কয়েকটি ট্রায়ালও হেছে ইতিমধ্যে। তবে জোকোভিচ বা তাঁর মুখপাত্র এনিযে এখনও প্রকাশ্যে একটিও বাক্য বলেননি। বরং  দেশে ফিরে কিছুদিন বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব টেনিসের এক নম্বর তারকা।