Neymar Jr Welcomes Baby Girl With Girlfriend Bruna (Photo Credits: X)

ফের বাবা হলেন নেইমার জুনিয়র (Neymar Jr Welcomes Baby Girl)। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডি। আজ শনিবার দ্বিতীয়বার বাবা হওয়ার খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আল হিলালের (Al-Hilal) স্ট্রাইকার। সদ্যজাতের নাম রেখেছেন মাভি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'মাভি আমাদের জীবন সম্পূর্ণ করেছে। তোমায় স্বাগত। তোমায় পেয়ে আমরা খুব খুশি। আমাদের বেছে নেওার জন্যে তোমায় ধন্যবাদ।

প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরেই গোপন রেখেছিলেন ব্রাজিলীয় পোস্টার বয়। তবে গত বছর ইনস্টাগ্রামে ব্রুনার সঙ্গে প্রথমবার ছবি শেয়ার করেন তিনি। নিজেদের প্রেমকে প্রকাশে স্বীকৃতি দেওয়ার পর থেকেই অনুরাগীদের কাছে ব্যাপক ভালবাসা কুড়িয়েছিল যুগল। এবার ব্রুনার সন্তানের বাবা হয়েছেন নেইমার। সোশ্যাল মিডিয়ায় যুগলকে শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছে ভক্তকুল।

চলতি বছরের এপ্রিল মাসে প্রেমিকার সন্তানসম্ভবা হওয়ার সংবাদ ভাগ করে নিয়েছিলেন নেইমার। তার দু এক মাসের মধ্যেই প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। তবে নিজের ভুল স্বীকার করে অন্তঃসত্ত্বা ব্রুনার কাছে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখে ক্ষমাও চান তিনি। তবে সেসব ভুলে এখন অভিভাবকত্ব উপভোগ করছেন নেইমার এবং ব্রুনা।

উল্লেখ্য, প্রাক্তন প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের সঙ্গে নেইমারের একটি ১২ বছরের ছেলে রয়েছে। যার নাম ডেভি লুকা।