
Neeraj Chopra Classic 2025: নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫-এ সোনা জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। নিজের নামের টুর্নামেন্টে সোনা জিতে আবেগে ভাসলেন নীরজ। বেঙ্গালুরুতে ভরা স্টেডিয়ামে ৮৬.১৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে আবার সবাইকে পিছনে ফেললেন বিশ্বের এক নম্বর জ্য়াভলিন থ্রোয়ার। টানা তিনটি জ্য়াভলিনের শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে সোনা জিতলেন নীরজ। প্যারিস অলিম্পিকের ফাইনালে পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে হেরে রুপো জেতার পর দারুণ প্রত্যাবর্তন করে নীরজ যেন এবার নিজেকেও চাপিয়ে যাচ্ছেন।
নীরজের নজির
তাঁর ধারবাহিকতার একটা বড় গাঁথা হয়ে থাকল এদিন। জ্যাভলিনের সেরা টুর্নামেন্টগুলিতে একটানা ২৫টি টুর্নামেন্টে প্রথম দুইয়ে থাকার নজির গড়লেন দুবারের অলিম্পিক পদকজয়ী হরিয়ানার এই মহাতারকা অ্য়াথলিট। এই নজির একমাত্র জ্যাভলিনের চিরকালীন কিংবদন্তি জান জেলেঝনির। এই প্রথমবার নীরজ চোপড়া ক্লাসিকসের আয়োজন করা হয়েছিল। জ্যাভলিন সংস্থা এটিকে গোল্ড স্ট্যান্ডার্ড টুর্নামেন্টের মর্যাদা দেয়।
বেঙ্গালুরুতে নীরজ চোপড়ার সোনার থ্রো
NEERAJ CHOPRA WINS NC CLASSIC 2025! 🏆
- The Winning Throw of 86.18m for G.O.A.T 🐐
— The Khel India (@TheKhelIndia) July 5, 2025
চলতি বছর অবিশ্বাস্য ফর্মে নীরজ
বেঙ্গালুরুতে নীরজ চোপড়া ক্লাসিকস-এর আগে গত মাসে চেচিয়ায় ৮৫.২৯ মিটার ছুড়ে গোল্ডেন স্পাইক ওস্ত্রাভা-তে সোনা জিতেছিলেন তিনি। তার ঠিক আগে ২০ জুন প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন। চলতি বছর মে মাসে দোহা ডায়মন্ড লিগে তাঁর কেরিয়ারে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি টপকেছিলেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার পুরুষদের জ্যাভলিন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন নীরজ।