Neeraj Chopra Gets Married. (Photo Credits: X)

Neeraj Chopra Gets Married To Himani: অলিম্পিকে দেশের প্রথম সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) বিবাহিত ক্লাবে ঢুকে পড়লেন। হাইপ্রোফাইল বিয়ে নয়, প্রচারের আলোর বাইরে থেকেই ঘনিষ্ঠ কয়েকজনকে রেখে বিয়েটা সেরে নিলেন টোকিও অলিম্পিকে সোনা ও প্যারিস অলিম্পিকে রুপো জয়ী জ্যাভলিন তারকা। ২৭ বছরের নীরজ বিয়ে করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা হিমানিকে। সোশ্যাল মিডিয়া পোস্টে নীরজ লিখলেন তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। ভালবাসার দ্বারা বাধ্য। চিরকালীন সুখে থাকার মত কথা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্টে করে নিজের বিয়ের কথা জানালেন নীরজ।

সেলেবদের বিয়ে মানেই অনেক দিন আগে থেকে ঘোষণা, ডেস্টিনেশন ওয়েডিং, মিডিয়ার আলোর সামনে বিয়ে নিয়ে চর্চা। এসবের বাইরে গিয়ে ভারতের সফলতম অলিম্পিয়ান তথা অ্য়াথলিট একেবারে চুপচাপ বিয়েটা সেরে নিলেন।

বিয়েটা সেরে ফেললেন নীরজ চোপড়া

সামনে লক্ষ্য

নীরজের লক্ষ্য হল ২০২৮ লস অলিম্পিকে পদক জেতা। তবে তার আগে এখনও অনেকটা সময়।