Mohammed Siraj. (Photo Credits: X)

ICC Player of the Month Award: ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে অবিশ্বাস্য পারফরমেন্স তুলে ধরে আইসিসি-র বিচারে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ ( Mohammed Siraj)। দেশের নবম ক্রিকেটার হিসাবে আইসিসি 'প্লেয়ার অফ দ্য মান্থ'(Player of the Month)-এর পুরস্কার জিতলেন সিরাজ (Siraj)। ওভাল টেস্টে (ENG vs IND, Oval Test) দুই ইনিংস মিলিয়ে সিরাজ মোট ৯টি উইকেট তুলেছিলেন। তার মধ্যে হায়দরাবাদের মিয়াঁর চতুর্থ ইনিংসে ১০৪ রান দিয়ে ৫ উইকেটের অবিশ্বাস্য স্পেলে ভর করে জিতেছিল ভারত। সিরাজের অবিশ্বাস্য বোলিংয়ে ভর করেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২-২ করে ফেরে টিম ইন্ডিয়া। পুরো সিরিজেই অবিশ্বাস্য বোলিং করেন ভারতের এই তারকা পেসার।

এর আগে যে সব ভারতীয় প্লেয়ার অফ দি মান্থের স্বীকৃতি পেয়েছেন

সিরাজের আগে যে আট ভারতীয় আইসিসি-র বিচারে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন, তাঁরা হলেন-১) শুভমন গিল (৪ বার), ২) জসপ্রীত বুমরা (২ বার), ৩) শ্রেয়স আইয়ার (২বার), ৪) ঋষভ পন্থ, ৫) রবিচন্দ্রন অশ্বিন, ৬) ভূবনেশ্বর কুমার, ৭) বিরাট কোহলি, ও ৮) যশস্বী জয়সওয়াল।

সিরাজকে স্বীকৃতি

২০২১ সাল থেকে এই পুরস্কার শুরু করেছে আইসিসি

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি থেকে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার দিচ্ছে আইসিসি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসি-র মাসের সেরা পুরস্কার জিতেছিলেন জসপ্রীত বুমরা (২০২১, জুন)। তার ঠিক পরেই রবিচন্দ্রন অশ্বিন (২০২১, জুলাই) ও বিরাট কোহলি (২০২১, অক্টোবর) এই পুরস্কার পান।