Sourav Ganguly: প্রাক্তনের শুভেচ্ছা বর্তমানকে। তিনি প্রাক্তন অধিনায়ক থেকে বোর্ড সভাপতি হয়েছিলেন। আর এবার আরও এক প্রাক্তন ক্রিকেটের বোর্ডের সিংহাসনে বসছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) পরবর্তী বোর্ড সভাপতি হতে চলা মিঠুন মানহাস-কে শুভেচ্ছা জানালেন। দেশের ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলা প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস (Mithun Manhas) ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হতে চলেছেন। দিল্লির ৪৫ বছরের হবু বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজারের কাছাকাছি রান করেছেন। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স করেন। তবে কখনও দেশের হয়ে খেলার সুযোগ পাননি। বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীরের মত তারকারা যখন দেশের হয়ে চুটিয়ে খেলছেন, তখন মিঠুন কার্যত একা হাতে দিল্লির ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলেছেন। ঘরোয়া ক্রিকেটে লড়াকু চরিত্র হিসাবে পরিচিত মিঠুন।
রজার বিনির পর এবার ভারতীয় ক্রিকেটের সিংহাসনে বসার পালা মিঠুন মানহাসের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতৃত্ব ও বোর্ড কর্তাদের একাংশ মিঠুন মানহাসকেই ভারতীয় ক্রিকেটের দায়িত্বে আনলেন। রজার বিনির পর বোর্ড সভাপতি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সৌরভ নন, মিঠুনকেই বেছে নিলেন শাহ-রা।
দেখুন মিঠুনকে শুভেচ্ছা কী বললেন দাদা
VIDEO | As former Delhi cricketer Mithun Manhas is set to become the BCCI President, former Indian cricket team captain Sourav Ganguly (@SGanguly99) says, "I wish all the best. I'm sure he'll do well. I want to wish well to other office bearers also."#MithunManhas #BCCI… pic.twitter.com/K1Q1BDcCc7
— Press Trust of India (@PTI_News) September 22, 2025
ফের বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন দাদা
পরবর্তী বোর্ড সভাপতি হওয়া নিয়ে প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাসকে শুভেচ্ছা জানালেন সৌরভ। মিঠুনের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি অব্যাহত থাকবে বলে দাদা আশাপ্রকাশ করেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ বললেন,"আমি মিঠুন মানহাসকে শুভেচ্ছা জানাই। আমি নিশ্চিত ও ভাল কিছু করে দেখাবে। আমি বোর্ডের সব কর্মকর্তাদের শুভেচ্ছা জানাই।"