আর্জেন্টিনার হয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে চিনে গিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু পাসপোর্টে ইস্যুতে বেজিং আন্তর্জাতিক বিমানবন্দরে মেসিকে আটক করল চিনের পুলিশ। বৃহস্পতিবার বেজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে খেলতেই বেজিং বিমানবন্দরে আসেন মেসি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির কাছে তার দেশ আর্জেন্টিনা ও স্পেন- দুটি দেশেরই পাসপোর্ট আছে। কিন্তু মেসি ভুল করে শুধু স্পেনের পাসপোর্টটাই নিয়ে যান। চিনে নিয়ম হল, স্পেনের পাসপোর্ট নিয়ে সরাসরি সেখানে ভিসা ছাড়া ঢোকা যায় না।
একমাত্র তাইওয়ান দিয়ে স্পেনের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই চিনে ঢোকা যায়। মেসি তাইওয়ানকে চিনের অংশ ভেবে তাই আনার ভিসার জন্য আবেদন করেননি। বিমানবন্দরের কর্মীদের সঙ্গে ভাষা সমস্যায় পড়ে মেসি আরও বিপদে পড়েন। তবে কিছুক্ষণ পরেই ৩৫ বছরের আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ছেড়ে দেওয়া হয়। ফ্রান্সের পিএসজি ছেড়ে মেসি যোগ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টার মিয়ামে ক্লাবে। আরও পড়ুন-বিশ্বকাপের সেমিফাইনালও হবে না ইডেনে, ফাইনালে ওঠার ম্যাচ পেতে চলেছে যে দুটি কেন্দ্র
দেখুন টুইট
Lionel Messi was detained by police at the airport due to passport issues, as he reportedly didn't apply for a visa.
Messi possesses both Argentine and Spanish passports.
Spanish passports don't have visa-free entry to China, but they can enter Taiwan without a visa. The… pic.twitter.com/YORovSuWWx
— Absolute India News (@AbsoluteIndNews) June 12, 2023
ক্লাব ফুটবলের মরসুম শেষে চিনে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর জাকার্তায় ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৯ জুন আরও একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। ২০২৪ কোপা আমেরিকায় মেসি দেশের হয়ে খেলবেন বলে জানা গিয়েছে। তার আগে চলতি বছর ২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আমেরিকায় শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতাপর্বের খেলা। এবার দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৬টি দেশ বিশ্বকাপের যোগ্যতা পাবে।