মেসির পাঁচ তারা গোল, রোনাল্ডোর জোড়া ধামাকা, সাত-তারা রাতে গোলের বন্যা
Lionel Messi (Picture Credits: Getty Images)

রবিবার রাতে খেলার দুনিয়াটা একেবারে মহাতারকাদের হয়ে থাকল। শুরুটা হয়েছিল রাফায়েল নাদালের অবিশ্বাস্য ১৪তম ফরাসি ওপেনের খেতাব ঘরে তোলা দিয়ে। তারপর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিরুদ্ধে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে গোল করলেন পাঁচ পাঁচটা গোল। তারপর ন্যাশানস লিগে সুইজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের ৪-০ জয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করলেন দুটি গোল। সব মিলিয়ে নাদাল, মেসি, রোনাল্ডো-বিশ্ব খেলাধুলোর তিন মহাতারকা ময় হয়ে থাকল রবিবারের রাতটা।

ইতালিকে উড়িয়ে ফাইনালিসিমা কাপ জেতার পর আর্জেন্টিনা গতকাল মুখোমুখি হয়েছিল এস্তোনিয়ার। সেই ম্যাচে মেসি গুণে গুণে পাঁচ পাঁচটা গোল করলেন। চ্যাম্পিয়ন লিগ ও আন্তর্জাতিক ম্যাচে মেসি প্রথম ফুটবলার হিসেবে একটা ম্যাচে পাঁচটা গোল করার নজির গড়লেন। ভারতের থেকে ফিফা ক্রমতালিকায় চার ধাপ পিছনে থাকা এস্তোনিয়ার বিরুদ্ধে ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি দিয়ে গোলের মেলা শুরু করেছিলেন মেসি। এরপর ম্যাচের ৪৫, ৪৭,৭১ ও ৭৬ মিনিটে বাকি চারটি গোল করেন লিও। আরও পড়ুন: রুটের অবিশ্বাস্য সেঞ্চুরিতে স্মরণীয় জয় ইংল্যান্ডের, কিউইদের ৫ উইকেটে হারালেন স্টোকসরা

ন্যাশনস লিগে পর্তুগালের প্রতিপক্ষ ছিল কাতার বিশ্বকাপে অংশ নিতে চলা সুইজারল্যান্ড। ইউরোপিয়ান ফুটবলে সব সময় কঠিন শক্তি সুইসদের বিরুদ্ধে রোনাল্ডোরা অবিশ্বাস্য ফুটবল খেলে জিতলেন ৪-০। ম্যাচের ৩৫ থেকে ৩৯ মিনিটের মধ্যে রোনাল্ডো দুটি গোল করেন।