একে সংসার চলে না, তার ওপর আবার হোম লোনের চাপ। বর্ডার-গাভাসকর ট্রফির পারথে প্রথম টেস্টে প্রথম সেশনে টিম ইন্ডিয়ার অবস্থা এমনি। একেই বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল-রা খারাপ খেলে আউট হলেন। তার মধ্যে আবার যিনি লড়ছিলেন সেই কেএল রাহুল আউট হলেন তৃতীয় আম্পয়ারের খারাপ সিদ্ধান্তে। সব মিলিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির শুরুটা একেবারেই ভাল হল না রোহিত শর্মা-হীন টিম ইন্ডিয়ার। পারথে টেস্টের প্রথম সেশনে বিরাট কোহলিদের ব্যর্থতার মাঝে একমাত্র লড়ছিলেন রোহিত শর্মার পরিবর্তে ওপেনার হিসেবে নামা কেএল রাহুল। অজি পেসারদের ঘাতক স্পেল সামলাচ্ছিলেন রাহুল। কিন্তু মিচেল স্টার্কের একটি দুরন্ত ডেলিভারিতে উইকেটকিপার আলেক্স কারির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান রাহুল (৭৪ বলে ২৬ রান, ৩টি বাউন্ডারি)। তবে রাহুলের আউট নিয়ে নিশ্চিতভাবেই সন্দেহ রয়েছে।
বর্ডার-গাভাসকর ট্রফি অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা চ্য়ানেল সেভেন-এর এক্স হ্যান্ডেলে রাহুলের আউটের যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, তা পরিষ্কার দেখা যাচ্ছে তাঁর ব্য়াটে বল স্পর্শ করেনি। মাঠের আম্পায়ার রাহুলকে আউট দেননি। অজি অধিনায়ক মিচেল স্টার্ক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃতীয় আম্পয়ারের দ্বারস্থ হন। রিপ্লেতে বারবার দেখার পর,স্নিকো মিটারে স্পাইক আর শব্দ শুনে রাহুলকে আউট দেন তৃতীয় আম্পয়ার। রাহুলের প্যাডে ব্যাট লাগার শব্দটা শুনেই তৃতীয় আম্পয়ার আউট দেন বলে অভিযোগ। আউটের সিদ্ধান্তের পর মাঠে হতাশা প্রকাশ করেন রাহুল। দেখুন পারথে টেস্টে প্রথম সেশনের রিপোর্ট
দেখুন কীভাবে আউট দেওয়া হল রাহুলকে
"His pad and bat are not together at that point in time as the ball passes.
"It's (bat hitting pad) after, in fact, the ball passes the edge. Does Snicko pick up the sound of the bat hitting the pad?
"We're assuming (Snicko) may be the outside edge of the bat but that may not… pic.twitter.com/hvG0AF9rdo
— 7Cricket (@7Cricket) November 22, 2024
রাহুলের বিতর্কিত আউট নিয়ে সরব হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।
বিতর্কিত সিদ্ধান্তে আউট রাহুল
Most of the days KL Rahul can't bat and on the days KL look solid the umpires don't let him bat 💔 pic.twitter.com/DY3uhPW8Sz
— Dinda Academy (@academy_dinda) November 22, 2024
টেস্ট ক্রিকেটে তিন হাজারের মাইলস্টোন রাহুলের
🚨 Milestone Alert 🚨
3⃣0⃣0⃣0⃣ Test runs (and counting) for KL Rahul 👍 👍
Live ▶️ https://t.co/gTqS3UPruo#TeamIndia | #AUSvIND pic.twitter.com/ATHFHPi1ry
— BCCI (@BCCI) November 22, 2024
বিতর্কিত আউটের দিনে টেস্ট ক্রিকেটে ৩ হাজার মাইলস্টোনে পা দিলেন রাহুল। ৫৪ তম টেস্টে নেমে ৩৩.৮৭ ব্যাটিং গড়ে এই মাইলস্টোন গড়লেন কর্ণাটকের ৩২ বছরের তারকা ব্যাটার। এদিন ১৯ রান করলেই ৩ হাজার টেস্ট ক্লাবের সদস্য হতেন রাহুল। ২০১৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে টেস্টে অভিষেক হয়েছিল রাহুলের।