সম্প্রতি (CAB) প্রস্তাব দিয়েছে যে কলকাতার ইডেন গার্ডেনের (Eden Gardens) 'বি' ব্লকের নতুন নামকরণ করা হবে। সেই অনুযায়ী, একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ভারত ও বাংলার প্রাক্তন ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) নামে। মহিলা ক্রিকেটের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারীর সম্মানে 'বি' ব্লকের নামকরণের প্রস্তাব সিএবির এপেক্স বডির সামনে রাখা হয়েছে। আগামী বছরের ২২ জানুয়ারি ভারত-ইংল্যান্ড পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচে এটি উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। ১২ টেস্টে ৪৪ উইকেট, ২০৪ ওয়ানডেতে বিশ্বরেকর্ড ২৫৫ উইকেট এবং ৬৮ টি-টোয়েন্টিতে আরও ৫৬টি উইকেটের রেকর্ড করে আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেছেন ঝুলন গোস্বামী। ৩৫৫ উইকেট নিয়ে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডও তার দখলে। India Women Cricket Schedule: সাদা বলের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ভারতের মহিলা দল
"I never imagined something like this would come to fruition. I would definitely love to watch a match from there"
Jhulan Goswam will have a stand named in her honour in the 'B' Block of Eden Gardens in Kolkata 🙌 https://t.co/PNvcfQk2TN pic.twitter.com/5stua9RWJV
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 22, 2024
এই প্রসঙ্গে ঝুলন বলেন, 'আমি কখনও ভাবিনি যে এমন কিছু হবে। আমি অবশ্যই সেখান থেকে ম্যাচ দেখতে চাই। যে কোনও ক্রিকেটারের কাছেই নিজের জেলা, রাজ্য বা দেশের প্রতিনিধিত্ব করা স্বপ্ন, কিন্তু এমন সম্মান পাওয়া সত্যিই দারুণ।' নিজের নামের স্ট্যান্ড যে একটি বিশাল ঘটনা এবং এটি তাঁর কাছে কত গুরুত্বপূর্ণ সম্মান সেকথাও বলেছেন তিনি। মহিলা ক্রিকেটকে তুল ধরতে সিএবির চেষ্টার জন্যই এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। ঝুলন ছাড়া ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রায়ের নামে ইডেন গার্ডেনে স্ট্যান্ড রয়েছে। এছাড়া বিসিসিআইয়ের দুই প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া ও বিশ্বনাথ দত্তের নামেও স্ট্যান্ড রয়েছে ইডেনে।