পারথের প্রথম ঘণ্টাতেই অস্ট্রেলিয়ার পেসারদের সামনে ভারতীয় ব্যাটাররা নাকানিচোবানি খাচ্ছেন । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক জশপ্রীত বুমরা। শুরুতেই কোনও রান না করেই ফিরে গিয়েছেন ভারতের তরুণ ব্রিগেডের দুই সদস্য যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাদিক্কাল। মাত্র পাঁচ রান করে আউট হয়েছেন বিরাট কোহলিও।। ৪৭ রানে টিম ইন্ডিয়ার ৪উইকেট পড়ে গিয়েছে। দেশের মাটিতে গাদাগাদ রান করা জয়সওয়াল অস্ট্রেলিয়ায় শুরুতেই শূন্যতা দেখলেন। ক্যাঙারুর দেশের পাঁছ টেস্টের সিরিজের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে মহাবিপদে টিম ইন্ডিয়া।
সিরিজ শুরুর আগে এ দলের হয়ে ভাল খেলে শুবমন গিলের পরিবর্তে নেমে ২৩ বল খেলে কোনও না করেই আউট হন পাদিক্কাল। অভিমন্যু ঈশ্বরণ-কে না নিয়ে, পাদিক্কালকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছে। দলের ১৪ রানে ২ উইকেট থাকা অবস্থায় নামেন কোহলি। কিন্তু জোস হ্যাজেলউডের বলে ব্যক্তিগত পাঁচ রানে আউট হয়ে যান কোহলি। হ্যাজেলউডের বাউন্সের সামনে অসহায় দেখাল কোহলি। অথচ অতীতে এই বাউন্স ভরা অজি উইকেটেই কী অসাধারণ সব ইনিংস খেলেছেন। গত পাঁচটি টেস্ট ইনিংসে বিরাটের স্কোর যথাক্রমে-৫,১,৪,১৭,১। শেষ টেস্ট সেঞ্চুরি গত বছর জুলাইয়ে।
কিছুটা লড়াই করার পর ব্যক্তিগত ২৬ রানে আউট হয়ে গিয়েছেন ওপেনার কেএল রাহুলও। ৭৪ বল খেলে আউট হন রাহুল। ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে টিম ইন্ডিয়া। লাঞ্চে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৫১ রানে ৪ উইকেট। ক্রিজে আছেন ঋষভ পন্থ (১০ অপরাজিত) ও ধ্রুব জুরেল (৪ অপরাজিত)।
দশ বছর কোনও বিদেশে টেস্টে ম্যাচে প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একসঙ্গে নেই।
আউট কোহলি
Lo Ab Main London chala - Kohli#INDvsAUS pic.twitter.com/9ZBsf2XFIQ
— Gautam Ravi (@gautamravi02) November 22, 2024
অশ্বিন, জাদেজাকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দর-কে খেলাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। আকাশদীপ ভাল ফর্মে থাকা সত্ত্বেও কেকেআরএর পেসার হর্ষিত রানা-কে পারথে প্রথম একাদশে রাখা হয়েছে। টেস্ট অভিষেক হল পেসার অলরাউন্ডার নীতীশ রেড্ডি-র। স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলছেন ধ্রুব জুরেল।