Virender Sehwag (Photo Credit: File Photo)

Virender Sehwag's son Aryavir Sehwag Smashes 297 Runs: একেবারে বাবার পথ ধরেই এগোচ্ছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) ছেলে আর্যবীর (Aryavir Sehwag)। কোচবিহার ট্রফিতে দিল্লি অনুর্ধ্ব ১৯ দলের হয়ে ১৭ বছরের আর্যবীর সেওয়াগ করলেন ২৯৭ রান। শিলংয়ে এমসিএ-র মাঠে সেওয়াগ পুত্র মাত্র ৩০৯ বলে খেলে এই রেকর্ড রান করলেন। আর্যবীরের ২৯৭ রানের ইনিংসে ছিল ৫১টি বাউন্ডারি, আর ৩টি ওভার বাউন্ডারি। মানে শুধু বাউন্ডারি হাঁকিয়েই ডবল সেঞ্চুরি করে ফেলেন আর্যবীর। বাবার মতই অকুতোভয় আক্রমণাত্মক ক্রিকেট খেলে আর্যবীর। রুদ্র সিং রাঠোরের বলে আউট হওয়ায় ত্রিশতরানের এলিট ক্লাবে ঢোকা হল না আর্যবীরের।

যেটা তাঁর বাবা বীরেন্দ্র সেওয়াগ টেস্ট ক্রিকেটে একবার নয়, দুবার করে দেখান। ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে সেওয়াগ করেছিলেন ৩০৯ রান, চার বছর পর চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বীরু হাঁকিয়েছিলেন ৩১৯ রান।

দেখুন ছেলেকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন বীরেন্দ্র সেওয়াগ

ছেলেকে এক্স প্ল্যাটফর্মে নিজস্ব ভঙ্গিমায় অভিনন্দন জানিয়ে সেওয়াগ লিখলেন, আর ২৩ রানের জন্য ফেরারি-টা হাতছাড়া করলে।" তার মানে সেওয়াগ তাঁর ছেলেকে তাঁর ৩১৯ রানের ইনিংসের রেকর্ড ভাঙতে পারলে খুব দামি ফেরারি গাড়ি উপহার কিনে দেওয়ার কথা জানিয়ে রাখলেন।

সচিন তেন্ডুলকেরর ছেলে অর্জুন, রাহুল দ্রাবিড়ের ছেলে সম্বিতের, পর ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের আরও এক তারকা রাহুল দ্রাবিড়ের ছেলে আর্যবীরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জুনিয়র সেওয়াগ যে মেজাজে খেলছেন, তা সব ঠিক থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দিল্লির হয়ে রঞ্জি, এমনকী আইপিএলেও খেলতে দেখা যেতে পারে তাঁকে।