পানাজি, ২২ নভেম্বর: মৎস্যজীবীদের নৌকার (Fishing Boat) সঙ্গে সংঘর্ষ ভারতীয় নৌসেনার সাবমেরিনের (Indian Navy Submarine)। গোয়া (Goa) উপকূলে হঠাৎ করে মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় নৌসেনার সাবমেরিনের ধাক্কা লাগে। যার জেরে মাছ ধরার নৌকা থেকে ১১ জন মৎস্যজীবী পড়ে যান। নৌকা থেকে পড়ে গিয়ে ২ মৎস্যজীবীদের কোনও খোঁজ মিলছে না বলে খবর। রিপোর্টে প্রকাশ, গৌয়া উপকূলে ওই মাছ ধরার নৌকায় ১৩ জন মৎস্যজীবী ছিলেন। সাবমেরিন ধাক্কা দিয়ে নৌকা থেকে মৎস্য়জীবীরা মাঝ সমুদ্রে পড়ে যান। ১১ জনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হলেও ২ জন এখনও পর্যন্ত নিখোঁজ।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হয়। মাছ ধরার নৌকা থেকে বাকি ১১ জনক মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর মৎস্যজীবীদের খুঁজতে নৌসেনার তরফে ৬টি বোট নামানো হয়। সেই সঙ্গে আকাশ পথে চোখ রাখতে শুরু করে উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। তা সত্ত্বেও ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর।
গোয়া উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে মাছ ধরার নৌকার সঙ্গে নৌসেনার ডুবো জাহাজের হঠাৎ সংঘর্ষ হয়।