Vladimir Putin (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ নভেম্বর: এবার ব্রিটেনকে (UK) হুমকি দিল রাশিয়া (Russia)। ইউক্রেন (Ukraine) যুদ্ধে নিজেদের সংযুক্ত করলে কোনওভাবে ছাড়া হবে না ব্রিটেনকে। যে ব্যালিস্টিক মিসাইল নিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে, সেটিই ব্যবহার করে ব্রিটেনেও চলবে হামলা। এবার এমনই হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইউক্রেন যুদ্ধের সঙ্গে নিজেদের জড়ালে ব্রিটেনকে কোনওভাবে ছাড়া হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে পুতিনের তরফে।

আরও পড়ুন: Russia-Ukraine War Video: রাতের অন্ধকারে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা, কেঁপে উঠছে ইউক্রেন, দেখুন ভিডিয়ো

ইউক্রেনের দিপ্রো শহরে হামলা চালিয়েছে রাশিয়া। ব্যালিস্টিক মিসাইল দিয়েই দিপ্রো শহরে হামলা চালানো হয়েছে। যার তীব্র নিন্দা করা হয় ব্রিটেনের তরফে। ব্যালিস্টিক মিসাইল নিয়ে রাশিয়ার ওই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করতেই সুর চড়ান পুতিন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, সেখানে যাতে ব্রিটেন কোনওভাবে নাক না গলায়, সে বিষয়ে সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট। যে দেশ ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করবে রাশিয়ার বিরুদ্ধ লড়তে, তাদের বিরুদ্ধে হামলা চলবে বলে স্পষ্ট জানান ভ্লাদিমির পুতিন।