ভারত সরকারের 'খেলো ইন্ডিয়া' (Khelo India) উদ্যোগের আওতায় পঞ্চম 'খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস'(Khelo India Youth Games) চলবে ৩০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত। মধ্যপ্রদেশ ও নয়াদিল্লির আটটি শহরে মোট ১১টি ভেন্যুতে ২০২২ সালের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আয়োজন করা হয়েছে। গত বছর থেকে খেলো ইন্ডিয়া যুব গেমসের পরিসর বৃদ্ধি পেয়েছে। গত বছর থেকে ২৫টি ক্রীড়া তালিকায় ফেন্সিং(Fencing) এবং জলক্রীড়া ক্যানোয়িং (Canoeing), কায়াকিং (Kayaking) এবং স্ল্যালমকে (Slalom) অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেখে নিন খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এর পদক তালিকা
Check out the medal tally of Day 4️⃣, 2nd Feb of #KheloIndia Youth Games 2022 👇#Maharashtra jumps to the 1️⃣st position with 21 medals followed by #MadhyaPradesh and #Odisha on the 2️⃣nd and 3️⃣rd positions respectively 👍#KIYG2022 #KheloIndiaInMP@ChouhanShivraj @yashodhararaje pic.twitter.com/Ji2vzkxJWh
— Khelo India (@kheloindia) February 2, 2023
খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এ দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭৩টি সোনা, ৫৮০টি রুপো ও ৭৮৩টি ব্রোঞ্জ সহ মোট ১,৯৩৬টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৬,০০০-এরও বেশি ক্রীড়াবিদ। এই মুহূর্তে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের চার নম্বর দিনে ২১ টি মেডেল নিয়ে শীর্ষে মহারাষ্ট্র, ৪ টি মেডেল নিয়ে সাত নম্বরে অবস্থান করছে বাংলা। ২০১৮-র উদ্বোধনী আসরে খেলো ইন্ডিয়া যুব গেমসে পদক তালিকায় হরিয়ানা শীর্ষে থাকলেও ২০১৯ ও ২০২০-তে খেতাব জিতে নেয় মহারাষ্ট্র। গত বছর হরিয়ানা ১৩৭টি পদক, ৫২টি সোনা, ৩৯টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ জিতেছিল। ৪৫টি সোনা ও ৪০টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১২৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র।