বেঙ্গালুরু, ২৫ জানুয়ারি: সম্প্রতি দিল্লিতে আয়োজিত প্রথম খো খো বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় পুরুষ ও মহিলা দল। বিভিন্ন রাজ্যের সরকার তাদের রাজ্যের বিশ্বজয়ী খো খো খো খেলোয়াড়দের নানাভাবে সম্মান জানাচ্ছেন। খো খো জয়ী তারকাদের অনেক রাজ্যেই মোটা অর্থের পুরস্কার ও সরকারী চাকরি দেওয়া হয়েছে। কিন্তু কর্ণাটক সরকার খো খো-তে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের শুধুমাত্র ৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেয়। এই কারণে ভারতীয় মহিলা খো খো দলের অধিনায়িকা চৈত্রা কর্ণাটক সরকারের দেওয়া আর্থিক পুরস্কার প্রত্যাখান করার কথা জানালেন।
বিশ্বকাপজয়ী মহিলা খো খো দলের সদস্য চৈত্রা এই বিষয়ে জানালেন, " বিশ্বকাপ জেতার পর কর্মকর্তারা আমাদের কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে নিয়ে গিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী বিশ্বকাপজয়ী কর্ণাটকের সব খেলোয়াড়দের প্রত্যেককে প্রাইজ মানি হিসেবে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু অন্য সব রাজ্যে বিশ্বকাপজয়ী খো খো খোলায়াড়দের তাদের রাজ্য সরকারী চাকরি দিচ্ছে এবং অনেক মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে। কোনও সরকারি চাকরি না দিয়ে, মাত্র ৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দিয়ে কর্ণাটকের বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের অপমান করেছে রাজ্য সরকার। এই কারণে আমারা রাজ্য সরকারের প্রাইজ-মানি বা পুরস্কারমূল্য প্রত্যাখান করছি।"
পুরস্কার প্রত্যাখান খো খো জয়ী খেলোয়াড়ের
Bengaluru | Kho Kho player from Karnataka who represented the World-Cup-Winning Indian team, Chaitra says, "After winning the World Cup, officials took us to the chief minister (of Karnataka) and the CM announced Rs 5 lakh as the prize money to each player of the state. But other… pic.twitter.com/giLnAJl6J0
— ANI (@ANI) January 25, 2025
প্রসঙ্গত, গত রবিবার ফাইনালে নেপালকে হারিয়ে প্রথম খো খো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারতীয় মহিলা খো খো দল। ভারতীয় মহিলা খো খোল দলের অধিনায়িকা ছিলেন মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা ইংলে।