Jasprit Bumrah. (Photo Credits: X)

পারথ, ২২ নভেম্বর: বুনো ওলের জবাব বাঘা তেঁতুলে। পারথে টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হওয়ার পর, দলকে দারুণভাবে ম্যাচে ফেরালেন অধিনায়ক জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দেড়শোয় অল আউট হওয়া টিম ইন্ডিয়ার ভেঙে পড়া মনোবল দারুণভাবে ফিরে এলে বুমরার অবিশ্বাস্য বোলিংয়ে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৭ রানে ৭ উইকেট। অজিরা এখনও ৮৩ রানে পিছিয়ে, হাতে ৩ উইকেট। ক্রিজে আছেন আলেক্স কারি (১৯) ও মিতেল স্টার্ক (৬)। সজীব পিচে একদিনে পড়ল ১৭ উইকেট।

৫০-৬০ রানের লিড এই পিচে বড় হয়ে দাঁড়াতে পারে। নিশ্চিতভাবেই এদিন ভারত ফ্রন্টফুটে। আর দিনের নায়ক অধিনায়ক জশপ্রীত বুমরা। ১০ ওভার বলে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন বুমরা। সিরাজ ২টি ও হর্ষিত রানা ১টি করে উইকেট নিলে। বুমরাকে দারুণ সঙ্গে দিলেন মহম্মদ সিরাজ। অভিষেক টেস্টে নেমে ট্র্যাভিস হেডকে বোল্ড করলেন।

আরও পড়ুন- ভারতের প্রথম ইনিংসের রিপোর্ট

দেখুন সংক্ষিপ্ত স্কোরবোর্ড

অভিষেক টেস্টে নামা অজি ওপেনার নাথান ম্যাকসুইনি (১০)কে এলবি করে প্রথম ধাক্কাটা দেন বুমরা। সেই শুরু। এরপর উসমান খোয়াজ (৮) থেকে স্টিভ স্মিথ (০)। বুমরার আগুনে স্পেলে ঝলসে গেলেন অস্ট্রেলিয়ার তারকা খচিত ব্যাটিং লাইনআপ। স্টিভ স্মিথ আউট প্রথম বলেই। বিনা উইকেটে ১৪ থেকে ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে অজিরা। সেই ধাক্কাটা এদিন আর কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। মিচেল মার্শ (৬), প্যাট কামিন্স (৩)-রাও তেমন কিছু করতে পারেননি। ৫২ বলে ঠুকঠুকে খেলে শেষ পর্যন্ত ২ রান করে সিরাজের বলে এলবি হয়ে যান মার্নস লাবুশানে। সব মিলিয়ে পারথে অস্ট্রেলিয়ার ব্যাটার দর্পচূর্ণ। ৪৭ রানের মধ্যে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোরবোর্ড- (প্রথম দিনের শেষে)

ভারত: ১৫০

(যশস্বী: ০, রাহুল: ২৬, দেবদূত: ০, কোহলি: ৫, পন্থ: ৩৭, জুরেল: ১১, সুন্দর: ৪, রেড্ডি: ৪১, রানা: ৭, বুমরা: ৮, সিরাজ: ১, অতিরিক্ত: ১১)

অস্ট্রেলিয়া: ৬৭/৭

(খোয়াজা: ৮, ম্যাকসুইনি: ১০, লাবুশানে: ২, স্মিথ: ০, হেড: ১১, মার্শ: ৬, কারি: ১৯ অপারজিত, কামিন্স: ৩, স্টার্ক: ৬ অপরাজিত, অতিরিক্ত: ২)

বুমরা: ৪/১২, সিরাজ: ২/১৭, রানা: ১/৩৩)