West Indies National Cricket Team vs Bangladesh National Cricket Team, 1st Test: আজ ২২ নভেম্বর নর্থ সাউন্ডে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বাংলাদেশ দলকে আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজ। উভয় দলই ২০২৪ সালে লাল বলের ক্রিকেটে খারাপ সময় কাটাচ্ছে। এই মুহূর্তে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দুই দলই। আগামী বছরের জুনে ডব্লিউটিসি ফাইনালে খেলার সম্ভাবনা না থাকায় উভয় দলই নতুন দল গঠন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর এই সিরিজে নামছে ওয়েস্ট ইন্ডিজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মরিয়া থাকবে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। অন্যদিকে, বাংলাদেশও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরে ক্যারিবিয়ানে এসেছে।অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ছাড়াই ১৫ সদস্যের দলের ঘোষণা করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ লাল বলের ক্রিকেটে পেসার জেডেন সিলস এবং শামার জোসেফকে দলে নিয়েছে। WI vs BAN Test Series 2024: বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের একাদশ ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট
Bangladesh Tour of West Indies 2024 | Bangladesh 🆚 West Indies | 1st Test
Pre-match media conference | Mehidy Hasan Miraz, Bangladesh Captain#BCB #Cricket #Bangladesh #WIvBAN #WTC25 pic.twitter.com/LBZT1c8fPG
— Bangladesh Cricket (@BCBtigers) November 22, 2024
ওয়েস্ট ইন্ডিজ দলঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, কেসি কার্টি, অ্যালিক আথানাজে, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস, শামার জোসেফ, কেভিন সিনক্লেয়ার, অ্যান্ডারসন ফিলিপ, তেভিন ইমল্যাচ, কেমার রোচ।
বাংলাদেশ দলঃ মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস (উইকেটরক্ষক), জাকির আলী, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, মাহিদুল ইসলাম অঙ্কন।
কবে, কোথায় আয়োজিত ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট ম্যাচ?
২২ নভেম্বর অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে (Sir Vivian Richards Stadium, North Sound, Antigua) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে টফি (Toffee) অ্যাপে।