Bye Elections 2024 Results: আগামিকাল, শনিবার রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে। নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া, তালডাংরা, মাদারিহাট ও সিতাই বিধানসভা উপভোটের গণনা হবে সকাল ৮টা থেকে। গত বুধবার এইসব আসনগুলিতে ভোটগ্রহণ হয়েছিল। এই আসনগুলির বিধায়করা সাংসদ হওয়ায় পদত্যাগ করেন। তাই খালি পদ ভরাতেই হচ্ছে উপভোট। গণনাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই ৬টি বিধানসভা আসনের মধ্যে ৫টি আছে তৃণমূলের দখলে, শুধুমাত্র আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জিতেছিল বিজেপি। উপ নির্বাচন হলেও এই ৬টি কেন্দ্রের ফলকে খুবই গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল। কারণ আরজি কর কাণ্ডের এই প্রথম ভোট দেবেন রাজ্যের মানুষ। আরজি কর আন্দোলনের প্রভাব ভোট বাক্সে পড়ে কি না সেটার দিকেই তাকিয়ে সবাই। লোকসভা নির্বাচনে রাজ্যের ২৯টি আসনে জয় এবং দক্ষিণবঙ্গে (পূর্ব মেদিনীপুর বাদে) একাধিপত্য প্রতিষ্ঠার পর রাজ্যের ৪টি বিধানসভা উপ নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিল তৃণমূল। এই চারটি আসন ছিল- মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ। এবার পালা ৬টি বিধানসভা আসনের ফলের।
তৃণমূল আশাবাদী, বিজেপির দখলে থাকা মাদারাহিট সহ ৬টি আসনেই বড় ব্যবধানে জিতবে তারা। বিজেপির হিসেবে মাদারিহাট ধরে রেখে আরও অন্তত দুটি আসনে চমকপ্রদ ফলের। বাম জোটে সিপিএম শুধুমাত্র বাঁকুড়ার তালডাংরাতেই প্রার্থী দিয়েছে। নৈহাটিতে লিবারেশন, মেদিনীপুরে সিপিআই, সিতাইয়ে ফরওয়ার্ড ব্লক, মাদারিহাটে আরএসপি ও হাড়োয়ায় আইএসএফ-এর প্রার্থী রয়েছে। বামেদের আশা তাদের ভোট বাড়বে। এই ৬টি আসনের মধ্যে বামেদের সেরা বাজি নৈহাটি, বলেই মনে করা হচ্ছে।
এক নজরে ৬ কেন্দ্রে উপনির্বাচন
নৈহাটি (উত্তর ২৪ পরগণা)
তৃণমূল: সনৎ দে
বিজেপি: রুপক মিত্র
বামফ্রন্ট: দেবজিত মজুমদার (লিবারেশন পার্টি)
কংগ্রেস: পরেশনাথ সরকার
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রায় সাড়ে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী
২০১১ থেকে নৈহাটি তৃণমূলের মজুবত গড় হয়ে উঠেছে। গত তিনটি বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতেছেন তৃণমূলের পার্থ ভৌমিক।
--------------------
হাড়োয়া (দক্ষিণ ২৪ পরগণা)
তৃণমূল: শেখ রবিবুল ইসলাম
আইএসএফ: পিয়ারুল ইসলাম
বিজেপি: বিমল দাস
কংগ্রেস: হাবিব রেজা চৌধুরী
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রায় ৮০ হাজার জয়ী ভোটের ব্যবধানে জয়ী
সাংগঠনিক দিক থেকে বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে তৃণমূল
-------------
মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর)
তৃণমূল: সুজয় হাজরা
বিজেপি: শুভজিত রায়
বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই)
কংগ্রেস: শ্যামল ঘোষ
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী
সাংগঠনিক দিক থেকে বেশ মজবুত তৃণমূল
---------------------
তালডাংরা (বাঁকুড়া)
তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু
বিজেপি: অনন্যা রায়চৌধুরী
বামফ্রন্ট: দেবকান্ত মোহান্তি (সিপিআইএম)
কংগ্রেস: তুষার কান্তি সান্নিগ্রাহি
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী জয়ী প্রায় সাড়ে ১২ হাজার ভোটের ব্যবধানে
একমাত্র এই আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম।
------------------
মাদারিহাট (আলিপুরদুয়ার)
বিজেপি: রাহুল লোহার
তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো
বামফ্রন্ট: পাদাম ওরাঁও (আরএসপি)
কংগ্রেস: শ্যামল ঘোষ
২০২১ বিধানসভার ফল: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী সাড়ে ২৯ হাজার ভোটের ব্যবধানে
এই আসনে কখনও জিততে পারেনি তৃণমূল। এখন বিজেপির মজুবত গড়।
----------------
সিতাই (কোচবিহার)
তৃণমূল: সঙ্গীতা রায়
বিজেপি: দীপক রায়
বামফ্রন্ট: অরুণ কুমার বর্মা
কংগ্রেস: হরিহর রায় সিংহ
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জগদীশ বাঁশুনিয়া জয়ী ভোটের ব্যবধানে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে
মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলের মাঝে রাজ্যবাসীর নজর থাকবে বাংলার ৬ বিধানসভা আসনের উপনির্বাচনের দিকে। নজর থাকবে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা প্রার্থী হওয়া কেরলের ওয়ানাড লোকসভা উপনির্বাচনের দিকেও। উত্তর প্রদেশের ৯টি বিধানসভা উপনির্বাচনের ফলের দিকেও নজর থাকবে।