আজ রবিবার থেকে দুবাইয়ে শুুরু হচ্ছে আইপিএল ২০২১-এ (IPL 2021) সংযুক্ত আররআমিরশাহি (UAE) পর্বের খেলা। করোনার (Covid19) কারণে চলতি বছর ভারতে আয়োজিত আইপিএল মাঝপথে আয়োজিত হয়েছিল। এবার সেখান থেকেই বাকি আইপিএল হবে সংযুক্ত আরবআমিরশাহিতে।
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় দু নম্বরে আছে। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট পেয়ে চার নম্বর স্থানে আছে মুম্বই ইন্ডিয়ন্স। চেন্নাই-মুম্বই চলতি আইপিএলে প্রথম সাক্ষাতটা রেকর্ড রানের হয়েছিল। ধোনিদের বিরুদ্ধে ২১৮ রান তাড়া করে জিতেছিল রোহিত শর্মার দল। ৩৪ বলে ৮৭ রানের অপরাজিত দারুণ এক অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্সের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। আরও পড়ুন: কোচের পদ থেকে সরে দাঁড়াবেন, ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী
কবে কখন থেকে শুরু হবে মুম্বই ইন্ডিয়ন্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ। টস সন্ধ্যা ৭টায়।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে মুম্বই ইন্ডিয়ন্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ সহ স্টারের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। বাংলা ধারাভাষ্যে সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।
অনলাইনে কীভাবে দেখা যাবে এই খেলা
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই ম্যাচ।
কাদের দিকে নজর:
মুম্বই ইন্ডিয়ন্সের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, জশপ্রীত বুমরা। তবে নজরে রাখুন কায়রন পোলার্ড আর সূর্যকুমার যাদবের দিকে। চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা। তবে নজর রাখুন আম্বাতি রায়াডুদের দিকে।
দু দলের সম্ভাব্য প্রথম একাদশ:
চেন্নাই সুপার কিংস:রুতুরাজ গায়কোয়েড়, রবীন উথাপ্পা, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার, এনগিদি লুঙ্গি, জোস হ্যাজেলউড।
মুম্বই ইন্ডিয়ন্স: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জয়ন্ত যাদব, জশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট।
পরিসংখ্যন: আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্স ও চেন্নাই সুপার কিংস মোট ৩১বার মুখোমুখি হয়েছে। মুম্বই জিতেছে ১৯ বার, চেন্নাই জিতেছে ১২টি ম্যাচ। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে চেন্নাইকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছিল মুম্বই।