2020 Tokyo Paralympics: নতুন এশিয়ান রেকর্ড, টোকিও প্যারালিম্পিক্সে হাইজাম্পে রুপো জয়ী প্রবীণ কুমার
Praveen Kumar(Photo Credits: Twitter)

টোকিও, ৩ সেপ্টেম্বর: অলিম্পিকের পর প্যারালিম্পিক্স৷ সাফল্য যেন ভারতের সঙ্গে ওতঃপ্রোত ভাবে জড়িয়ে গেছে৷ এদিন এশিয়ান হিসেবে রেকর্ড গড়লেন ১৮ বছরের প্রবীণ কুমার (Praveen Kumar)৷  পুরুষদের হাইজাম্পে টি-৬৪ ইভেন্টে রুপো জিতে নিলেন তিনি৷ আর প্রবীণ কুমারের পদক জয়ের সঙ্গে সঙ্গেই টোকিও প্যারালিম্পিক্সে (2020 Tokyo Paralympics) ১১টি পদক জয়ের অধিকারী হল ভারত৷ ইতিমধ্যে এহেন সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, “প্যারালিম্পিক্সে রুপোজয়ী প্রবীণ কুমারের জন্য আমি গর্বিত৷ তাঁর একাগ্রতা, নিবেদিত প্রাণ ও কঠোর পরিশ্রমের ফসল এই পদক৷ তাঁর ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা৷” আরও পড়ুন-Coronavirus Cases In India: শিয়রে তৃতীয় ঢেউ, দেশে নতুন করোনা রোগীর সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

উল্লেখ্য এখনও পর্যন্ত ১১টি পদক জয়ী ভারত এবারের প্যারালিম্পিক্সেই সবথেকে বেশি সফল৷ এখনও পর্যন্ত দু’টি সোনা, ৬টি রুপো ও তিনটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। চলতি বছরের প্যারালিম্পিক্সের আগে পর্যন্ত এই প্রতিযোগিতার ইতিহাসে ভারতের মোট পদকের সংখ্যা ছিল ১২। প্রবীণ কুমারকে নিয়ে ভারতের পদক সংখ্যা ১১ ছুঁয়েছে৷ এদিন তিনি ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড ভেঙে দেন৷ তবে ২.১০ মিটার লাফাতে না পারায় রুপো জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এই অ্যাথলিটকে৷ শুরুতে ১.৮৩ মিটার লাফান প্রবীণ। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১.৯৭ মিটার লাফান। তৃতীয় প্রচেষ্টায় ২.০৪ মিটার লাফান৷ চতুর্থ প্রচেষ্টায় ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড ভাঙার পাশাপাশি জিতে নেন রুপো৷

সাধারণত দুর্ঘটনায় যেসব অ্যাথলিটদের পা বাদ দিতে হয়েছে তাঁরা টি-৪৪ ইভেন্টে যোগ দিতে পারেন৷ এবং টি-৬৪ তে৷ ১৮ বছরের তরুণ প্রবীণ কুমার টি-৬৪ কেই বেছে নিয়েছিলেন৷   এই প্রথবার তিনি প্যারালিম্পিক্সে গেলেন৷ এবং প্রথমবারেই পদক জয়ের সাফল্য তাঁর মুঠোবন্দি হল৷