Coronavirus Cases In India: শিয়রে তৃতীয় ঢেউ, দেশে নতুন করোনা রোগীর সংখ্যা ছাড়াল ৪৫ হাজার
Coronavirus (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ক্রমশ সত্যি হচ্ছে৷  দেশে প্রতিদিন করোনার সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী৷ বৃহস্পতিবার সারাদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন (Coronavirus Cases In India) ৪৫ হাজার ৩৫২ জন৷ গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন হাজার ৭৯১ জন৷ ২৪ ঘণ্টায় ভারতে করোনার বলি ৩৬৬ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ৷ এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬১৬ জন৷ মত্যুমিছিলে শামিল ৪ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন৷ ৬৭ কোটি ৯ লাখ ৫৯ হাজার ৯৬৮ জন টিকা পেয়ে গেছেন৷ আরও পড়ুন-Tokyo Paralympics: প্যারালিম্পিক্সে ফের পদক, পুরুষদের হাইজাম্পে রুপোজয়ী প্রবীণ কুমার

দেশে নতুন সংক্রামিত ৪৫ হাজার ৩৫২ জন

ভারতে ৩০০ জনের শরীরে এখনও ডেল্টা প্লাসের জীবাণু মিলেছে৷ তবে প্রতিষেধক যে এই নতুন প্রজাতির থাবাকে খর্ব করার ক্ষমতা রাখে তা ইতিমধ্যেই বেশ বোঝা গেছে৷ ICMR-এর ডিরেক্টর বলরাম ভার্গব জানিয়েছেন, ডেল্ট প্লাসের বিরুদ্ধে সফল করোনার প্রতিষেধক, এমন তথ্যপ্রমাণ হাতে এসেছে৷ গত ১১ জুন অতি সংক্রামক ডেল্টা প্লাসকে চিহ্নিত করা হয়৷ সঙ্গে সঙ্গেই এটিকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে উল্লেখ করা হয়৷ এরপরই ডেল্টা প্লাসকে রুখতে চিকিৎসক থেকে শুরু করে বিজ্ঞানী, স্বাস্থ্য মন্ত্রকের তরফে শুরু হয়ে যায় তৎপরতা৷