টোকিও, ৮ অগাস্ট: চলতি টোকিও অলিম্পিকের ১৩ তম দিনে ফের ভারতীয় ক্রীড়াবিদদের বড় সাফল্য। এবার ভারতকে পদক এনে দিলেন দেশের পুরুষ ক্রীড়াবিদ। মহিলাদের বক্সিংয়ের লভলিনার ব্রোঞ্জের পর এবার কুস্তিতে ফাইনালে উঠলেন রবী কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। তার মানে চলতি টোকিও অলিম্পিকে ভারতের চতুর্থ পদকটা নিশ্চিত হল। কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে কাজাকাস্তানের নুরিসালাম সানায়েভকে অনেকটা পিছনে থেকেও হারিয়ে রবী অন্তত একটা রুপো নিশ্চিত করলেন। সেমিফাইনালে ফাইনালে রবী কুমারকে খেলতে হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উজবেকিস্তানের কুস্তিগীর জাভুর উগুয়েভের বিরুদ্ধে।
#IND 's #RaviKumarDahiya has now a chance to win #Gold Medal for #TeamIndia #Wrestling Finals.. 57kg#Tokyo2020
— Ramesh Bala (@rameshlaus) August 4, 2021
অলিম্পিকের ইতিহাসে কুস্তিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ফাইনালে উঠলেন রবী কুমার দাহিয়া। এর আগে ২০০৮ বেজিং অলিম্পিকে সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত কুস্তি ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১২ লন্ডন অলিম্পিকে কুস্তিতে ফাইনালে উঠে রুপো জিতেছিলেন সুশীল কুমার। ২০১৬ রিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী মালিক। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক কুস্তিতে পদক জেতেন কেডি যাদব (১৯৫২ অলিম্পিকে)। ২০০৮ থেকে ২০২০-টানা চারটে অলিম্পিকে কুস্তি থেকে ভারত পদক জিতল। তবে ফাইনালে রবী কুমার জিতলে তিনিই হবেন অলিম্পিকে সোনা জয়ী দেশের প্রথম কুস্তিগীর।
JUST IN: Indian wrestler #RaviKumarDahiya (57kg) beats Kazakhstan's Nurislam Sanayev to enter #Olympics final, assured of at least silver medal, reports PTI. Photo: Reuters pic.twitter.com/BpdU9AuQQG
— The Hindu - Sports (@TheHinduSports) August 4, 2021
এখনও পর্যন্ত চলতি অলিম্পিকে ভারতের জেতা তিনটি পদকই জিতেছিলেন দেশের মহিলারা। ভারত্তোলনে রুপো জেতেন মীরাবাই চানু। ব্য়াডমিন্টনে ব্রোঞ্জ জেতেন পিভি সিন্ধু আর আজ লভলিনা বক্সিংয়ে জেতেন ব্রোঞ্জ। ভারতের নিশ্চিত হওয়া চতুর্থ পদকটা আনলেন পুরুষ ক্রীড়াবিদ। ২০১৬ রিও অলিম্পিকে ভারত দুটো পদক জিতেছিল। দুটো পদকই জিতেছিলেন মহিলা ক্রীড়াবিদরা। সেই হিসেবে দেখলে ৯ বছর অলিম্পিক থেকে ভারতীয় পুরুষ ক্রীড়াবিদরা পদক জিতলেন। রবী যে ফর্মে আছেন তাতে তাঁকে সোনা জয়ের ব্যাপার ফেভারিট মনে হচ্ছে।
#RaviKumarDahiya's Last 1 min of the game.
Brilliant comeback that was. pic.twitter.com/Fatq1HU8hl
— TANAV (@reddy_tanav) August 4, 2021
এদিকে, গল্ফে চমক অদিতি অশোকের। প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরুর গল্ফার
টোকিও অলিম্পিকে মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক গল্ফে চমক দিচ্ছেন অদিতি অশোক। প্রথম রাউন্ডের শেষে সবাইকে চমকে দিয়ে অদিতি তিন নম্বরে শেষ করলেন।