Jeremy Lalrinnunga. (Photo CreditsL Twitter)

বার্মিংহ্যাম, ৩১ জুলাই: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত্তোলনে ফের পদক জিতল ভারত। মীরবাই চানুর পর চলতি কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন জেরেমি লালরিননুঙ্গা। রীতিমত কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন ১৯ বছরের তারকা এই ভারত্তোলক।  ৬৭ কেজি বিভাগে মোট ৩০০ কেজি ওজন তুলে সোনা জিতলেন ১৯ বছরের জেরমি। প্রসঙ্গত, ২০১৮ সালের বিশ্ব জুনিয়র অলিম্পিকে সোনা জিতেছিলেন জেরেমি।

গেমসের তৃতীয় দিনের শুরুতেই চলতি গেমসে দেশের পঞ্চম পদক, তথা দ্বিতীয় সোনা-টা জিতলেন জেরমি। এখনও পর্য়ন্ত বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পদক দাঁড়াল-২টি সোনা, ২টি রুপো, ১টি ব্রোঞ্জ। পাঁচটা পদকই এল ভারত্তোলন থেকে। পদক তালিকায় এখন ছ নম্বরে উঠে এসেছে ভারত। আরও পড়ুন-সরাসরি কীভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ

দেখুন টুইট

এদিন জেরমি স্ন্যাচ রাউন্ডে তোলেন ১৪০ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৬০ কেজি ওজন। মোট ৩০০ কেজি ওজন তুলে সোনা জিতলেন। প্রসঙ্গত, জেরেমির ব্যক্তিগত সেরা পারফরম্যান্স ৩০৬ কেজি (১৪০+১৬৬)।

এটা ঠিক কমনওয়েলথ গেমসে চিন , উত্তর কোরিয়ার মত ভারত্তোলনের দুনিয়ার প্রথম সারির দেশগুলি খেলে না। ফলে ভারতীয়দের কাছে ভাল ফল  করার সুযোগ থাকে। এরপরেও বলতে হবে চানু, জেরেমি, সঙ্কেতরা যা পারফম করলেন, তার কোনও প্রশংসাই ষথেষ্ঠ নয়। চলতি কমনওয়েলথ গেমসে ভারতের মোট ১৫জন (৮জন পুরুষ, ৭জন মহিলা) ভারত্তোলনে খেলছেন। এর মধ্যেই এসে গেল পাঁচটি পদক। আরও বেশ কিছু ইভেন্টে নামছেন ভারতীয় ভারত্তোলকরা।

চলতি কমনওয়েলথ গেমসের ভারত্তোলনে এখন পর্যন্ত পাঁচ পদকজয়ী

১) সঙ্কেত সাগর (রুপো, ৫৫ কেজি)

২) গুরুরাজ পূজারি (ব্রোঞ্জ, ৬১ কেজি)

৩) মীরাবাই চানু (সোনা ৪৯ কেজি)

৪) বিন্দিয়ারানী দেবী (রুপো, ৫৫ কেজি)

৫) জেরেমি লালরিননুঙ্গা (সোনা, ৬৭ কেজি)