India Women vs Pakistan Women, Commonwealth Games 2022 Live Streaming: আজ কমনওয়েলথ গেমস ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি ভারত; কখন, কোথায় দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার
Indian women's cricket team (Photo credit: Twitter)

রবিবার কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) মহিলাদের ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি (India Women vs Pakistan Women) হবে ভারত। আজ ভারতের মেয়েরা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston) হবে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি। ভাল খেলেও প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে হরমনপ্রীত কৌরদের। অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ৩ উইকেটে হারেন তাঁরা। অধিনায়ক হরমনপ্রীত কৌর সামনে থেকে নেতৃত্ব দেন, তিনি গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি করেন। হরমনপ্রীতের গুরুত্বপূর্ণ ৫২ রানে ভর করে ভারত ১৫৪ রান করে।

রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ভারতের রেণুকা সিং দুর্দান্ত বোলিং করেন। তিনি চার উইকেট শিকার করেছিলেন। যদিও, তাঁর প্রচেষ্টা শেষ পর্যন্ত বৃথা যায়, কারণ অস্ট্রেলিয়া দল ৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে বার্বাডোসের বিপক্ষে ১৫ রানে হেরেছে। আরও পড়ুন: CWG 2022 Day 3 India Schedule: কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারতীয়রা, দেখে নিন সম্পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম পাকিস্তান ম্যাচ আজ ৩১ জুলাই রবিবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় খেলা হবে?

ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে বার্মিংহামের এজবাস্টনে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে?

ভারত বনাম পাকিস্তান ম্যাচ সোনি টেন নেটওয়ার্কে দেখা যাবে। সোনি টেন ওয়ান, সোনি টেন টু, সোনি টেন থ্রি, সোনি সিক্স, সোনি টেন ফোর চ্যানেলে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।