Coach Gautam Gambhir, Oval Pitch Curator Lee Fortis. (Photo Credits: X)

Gautam Gambhir: ওভালের পিচ কিউইরেটরের সঙ্গে হেড কোচ গৌতম গম্ভীরের বিবাদ নিয়ে মুখ খুললেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)। এবার টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরে দুই দলের ক্রিকেটারদের ম্যাচের মধ্যে বারবার ঝামেলা বেঁধেছে। কদিন আগেই ম্য়ানচেস্টার টেস্টের শেষের দিকে ভারত ড্র করতে রাজি না হওয়ায় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) বিপক্ষ ক্রিকেটার জাদেজাদের সঙ্গে হাত মেলাতে রাজি হননি। যা নিয়ে বিতর্ক বাঁধে খুব। তবে শুধু ম্যানটেস্টার নয়, মহম্মদ সিরাজ থেকে ব্রেইডন কার্সরা বারবার একে অপরের বিরুদ্ধে মাঠেই বাদানুবাদে জড়িয়ে পড়েন। এবার টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর লন্ডনের ওভালের মাঠে প্রধান পিচ কিউরেটরের সঙ্গে প্রকাশ্যে ঝামেলায় জড়ালেন।

কী বললেন সীতাংশ কোটাক

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) এই বিষয় নিয়ে জানান, টিম ইন্ডিয়ার হেড কোচ, সাপোর্ট স্টাফরা ওভালের পিচ দেখতে গেলে আচমকাই চেঁচিয়ে ওঠেন পিচ কিউরেটর লি ফোর্টিস। সাপোর্ট স্টাফদের বরফের বাক্স পিচের পাশে দেখে চেঁচিয়ে মাঠের প্রধান পিচ কিউরেটর আপত্তি জাানন। তাতে ক্ষুব্ধ হন কোচ গম্ভীর।

দেখুন ওভাল পিচ কিউরেটরের সঙ্গে গম্ভীরের বাদানুবাদ

ঠিক কী হয়েছিল

সংবাদমাধ্যমে প্রকাশ, টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর তেড়ে গিয়ে কিউরেটর লি ফোর্টিস জবাব দিয়ে বলেন, "আমরা কী করব সেটা তুমি ঠিক করে দেবে না। এর আগও সফরকারী দলের কোচ-অধিনায়কদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন কেনিংটন ওভালের পিচ কিউইরেটর ফোর্টিস, এমনটাই জানালেন সেখানে উপস্থিত সাংবাদিকরা। তবে এই বিষয় নিয়ে কোনওরকম সরকারি অভিযোগ জমা দিতে চান না গম্ভীর। টিম ইন্ডিয়ার আসল লক্ষ্য এখন ওভালে জিতে সিরিজে ড্র করে ফেরা। এরমাঝে পিচ কিউইরেটরকে নিয়ে বিতর্ক বাড়াতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।