Indian Hockey Player (Photo Credit: Hockey India/ Twitter)

আজ, ১২ মার্চ বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ২০২২-২৩ এফআইএচ পুরুষ হকি প্রো লিগের (FIH Men's Hockey Pro League) ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। হকি প্রো লিগের দ্বিতীয় লেগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করতে আত্মবিশ্বাসী ভারত। গতকালের ম্যাচে জার্মানির কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে শেষ ম্যাচে জার্মানিকে ৩-২ গোলে হারায় ভারত। প্রো লিগের দ্বিতীয় লেগে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে ভারত। স্ট্রাইকার সুখজিৎ সিং, অভিষেক সিং, গুরজন্ত সিং এবং দিলপ্রীত সিং প্রথম গেমে প্রতিপক্ষের বিরুদ্ধে সেরা ফর্ম প্রদর্শন করেন। আশা করা যায়, কোকাবুরাদের বিরুদ্ধে নিজেদের ফর্ম ধরে রাখার চেষ্টা করবে তারা। ২০২৩ সালের বিশ্বকাপের ঠিক আগে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। পাঁচ ম্যাচে কোকাবুরা জিতেছে চারটিতে। তবে ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন চ্যালেঞ্জ।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া হকি প্রো লিগের ম্যাচ?

১২ মার্চ ভুবনেশ্বরের বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে (Birsa Munda Hockey Stadium) ভারত বনাম অস্ট্রেলিয়া হকি প্রো লিগের ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া হকি প্রো লিগের ম্যাচ?

ভারত বনাম অস্ট্রেলিয়া হকি প্রো লিগের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়

কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া হকি প্রো লিগের-এর সরাসরি সম্প্রচার?

ভারত বনাম অস্ট্রেলিয়া হকি প্রো লিগের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া হকি প্রো লিগের লাইভ স্ট্রিমিং?

ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়া-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।