Commonwealth Games 2030 (Photo Credit: @IndianTechGuide/ X)

Ahmedabad Commonwealth Games 2030: দীর্ঘ ২০ বছর পর ভারতে আয়োজিত হতে চলেছে কমনওয়েলথ গেমস। মনমোহন সিং জমানায় ২০১০ সালে দিল্লির আয়োজিত হয়েছিল ১৯তম কমনওয়েলথ গেমস, আর এবার ২০৩০ সালে আমেদাবাদে আয়োজন হবে ২৪তম কমনওয়েলথ গেমস। আমেদাবাদে ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক হিসাবে আগ্রহ দেখিয়েছে, তাই সেখানে কমনওয়েলথ গেমসের সফল আয়োজন করে আইওসি-র কাছে নিজেদের প্রমাণ করতে চায় ভারতীয় অলিম্পিক সংস্থা (IOC)। এদিন গ্লাসগোয় কমনওয়েলথ স্পোর্টসের সাধারণ সভায় অংশগ্রহণকারী ৭৪টি দেশই ২০৩০ গেমসের আয়োজক হিসাবে আমেদাবাদের নামে স্বীকৃতি জানায়। নাইজেরিয়ার আবুজাকে পিছনে ফেলে ভারত কমনওয়েলথ গেমস আয়োজনের অধিকার লাভ করে। প্রসঙ্গত, আগামী বছর ২৩ জুলাই থেকে ২ অগাস্ট স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েলথ গেমস আয়োজিত হবে।

২০১০ সালে দিল্লিতে আয়োজিত হয়েছিল কমনওয়েলথ গেমস

২০১০ সালে দিল্লিতে সফলভাবে কমনওয়েলথ গেমস আয়োজনের পর দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক মেগা ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে ভারত। সেবার ভারত রেকর্ড ১০১টি পদক জিতেছিল। প্রযুক্তিগত সক্ষমতা, পরিকাঠামো এবং কমনওয়েলথের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য, এই সবদিক বিবেচনা করে ২০২৫ সালের অক্টোবরে কমনওয়েলথের এক্সিকিউটিভ বোর্ড ভারতের বিডকে অনুমোদন দেয়। নাইজেরিয়ার বিডকে ২০৩৪ সালের গেমসের জন্য বিবেচনা করা হবে বলে জানানো হয়।

কী কী খেলা থাকছে

২০৩০ কমনওয়েলথ গেমসে ১৫ থেকে ১৭টি খেলা অন্তর্ভুক্ত থাকবে সেগুলি হল অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং, নেটবল, আর্টিস্টিক জিমন্যাস্টিকসসহ। ক্রিকেটও হয়তো আমেদাবাদ কমনওয়েলথ গেমসে দেখা যাবে। ভারত আয়োজক হিসাবে ঘোষিত হওয়ার পরদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আতশবাজি ও উচ্ছ্বাস দেখা যায়। গ্লাসগোতে প্রতিনিধিদের জন্য গরবা নৃত্যশিল্পী ও ঢোলবাদকের পারফরম্যান্স ছিল একটি বিশেষ সাংস্কৃতিক চমক। ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের এই সুযোগ ভারতের ২০৩৬ অলিম্পিক বিডকে আরও শক্তিশালী করবে। বহু-ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে ভারতের সক্ষমতা তুলে ধরার বড় সুযোগ এটি।