Sidra Amin Reprimanded: গতকাল, কলম্বোয় মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ম্য়াচে ভারতের কাছে ৮৮ রানে হারে পাকিস্তান (Pakistan Women's Cricket Team)। মহিলাদের ওয়ানডে (ICC Women's ODI World Cup)-য়ে এক ডজন বার ভারতের কাছে হারল পাকিস্তান। ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করে ২৪৭ রানে অলআউট হয়েছিল। ওপেনার ও মিডল অর্ডারের জুটি মজবুত ভিত্তি গড়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪০.৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায়। কলম্বোয় পাকিস্তানের হারের মাঝে ব্যাট হাতে একমাত্র লড়েছিলেন লাহোরের মেয়ে সিদরা আমিন। দলের অর্ধেকর বেশি রানই এসেছিল সিদরার ব্য়াট থেকে। কিন্তু ব্য়াট হাতে লড়াকু পারফরম্যান্সের পরেও আইসিসি-র তিরস্কারের মুখে পড়লেন সিদরা। কিন্তু কেন শাস্তি পেলেন সিদরা?
সিদরার বিরুদ্ধে কী অভিযোগ
রবিবার কলম্বোয় ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ২৪৮ রান তাড়া করতে নেমে সিদরা ১০৬ বল থেকে ৮১ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন। কিন্তু ইনিংসের ৪০তম ওভারে স্নেহ রানার বলে হরমনপ্রীত কৌরের হাতে ধরা পড়ার পর মাঠ ছাড়তে গিয়ে রাগে ব্যাট আছাড় মারেন তিনি। এই আচরণকে আইসিসি 'ক্রিকেট সরঞ্জাম বা মাঠের ক্ষতি' হিসেবে গণ্য করে, যা কোড অব কনডাক্টের ২.২ ধারা লঙ্ঘন।
দেখুুন কী কারণে শাস্তি হল সিদরা আমিনের
Closing in on 12-0! 👏
Sneh Rana gets Sidra Amin out as India move towards their 12th straight win against Pakistan in WODIs! 🇮🇳
Catch the LIVE action ➡ https://t.co/CdmEhf3jle#CWC25 👉 #INDvPAK | LIVE NOW on Star Sports network & JioHotstar pic.twitter.com/XTdyWJX5Ki
— Star Sports (@StarSportsIndia) October 5, 2025
এক ডিমেরিট পয়েন্ট যোগ হল সিদরার
মাঠের দুই আম্পায়ার লরেন এগেনব্যাগ ও নিমালি পেরেরা সঙ্গে সঙ্গেই অভিযোগ তোলেন। ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিটজ ঘটনাটি পর্যালোচনা করে শাস্তির প্রস্তাব দেন। সিদরা নিজের অপরাধ স্বীকার করেন এবং শুনানির প্রয়োজন হয়নি। তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয় ও রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়। তবে কোনও অর্থ জরিমানা হয়নি। আইসিসি-র বিধি অনুযায়ী এই ধরনের চারটি পয়েন্ট জমলে দুই ওয়ানডে বা টেস্টে নিষেধাজ্ঞা আসতে পারে। আইসিসি এক বিবৃতিতে জানায়, “ভারত-পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচেও খেলাধুলার মানসিকতা বজায় রাখা জরুরি। সিদরার বিষয়টি মাথায় রাখা উচিত ছিল।”
দারুণ ইনিংস খেলেছিলেন সিদরা
তবে শাস্তি পেলেও সিদরার ইনিংস ইতিহাসে জায়গা পেয়েছে। ভারতের বিরুদ্ধে সিদরাই প্রথম পাকিস্তানী ক্রিকেটার যিনি ওয়ানডে ম্য়াচে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। পাশাপাশি সিদরাই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে পাকিস্তানী ব্য়াটার হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসও গড়েন।