
England Captain Harry Brook: সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক নির্বাচিত হলেন হ্যারি ব্রুক (Harry Brook)। ক'মাস আগে পাকিস্তান ও দুবাইয়ে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-তে ইংল্যান্ডের হতাশজনক ফলের পর সীমিত ওভারের ক্রিকেটের দুই ফর্ম্যাটে নেতৃত্ব ছাড়েন জোস বাটলার। বাটলারের ছেড়ে যাওয়া আসনে এবার ব্রুক আনাল ইসিবি। ২৬ বছরের ইয়র্কশায়ারের ক্রিকেটার ব্রুক-কে ইংল্যান্ডের পরবর্তী তারকা বলে মনে করা হচ্ছে। যে ব্রুক সাড়ে ৬ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে বিক্রি হওয়ার পরেও এবারের আইপিএলে ব্যক্তিগত কারণ দেখিয়ে না খেলায় বিসিসিআইয়ের ব্যানের মুখে পড়েন।
আরও পড়ুন-চলতি আইপিএলের শেষেই অবসর কোহলির? ভাইরাল পোস্টটা কি সত্যি
বাটলারের আমলে ক্রমাগত ব্যর্থ হচ্ছিল ইংল্যান্ড
সাম্প্রতিক কালে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পারফরম্যান্স একেবারে খারাপ হচ্ছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-২০ বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি- তিনটি বড় আইসিসি ট্রফিরই শুরুতে বিদায় নিয়ে লজ্জার মুখে পড়েছিল। তিনটি টুর্নামেন্টেই উইকেটকিপার-ব্যাটার বাটলারের নেতৃত্বে নেমেছিল ইংল্যান্ড। সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজগুলিতেও ইংল্যান্ডের পারফরম্যান্স বলার মত নয়। আগামী ২৯ মে থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ডের অধিনায়ক ব্রুকের সফর শুরু হবে।
ক্যাপ্টেন ব্রুক
BREAKING: Harry Brook is Jos Buttler's successor as England white-ball captain 🏴 pic.twitter.com/53B39CjgDT
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 7, 2025
কে এই ব্রুক
২০০২৩ সালে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্লুমফেনটনে ওয়ানডে-তে অভিষেক হয়েছিল ব্রুকের। তার ঠিক এক বছর আগে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচটা খেলেন তিনি। প্রসঙ্গত, টেস্টে এখন ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন বেন স্টোকস।
টেস্টে অপেক্ষাকৃত অনেক বেশী সফল
২৪টি টেস্ট খেলে ৫৮-র বেশী ব্যাটিং গড়, ৮৮-র বেশী স্ট্রাইক রেট থাকা আড়াই হাজার রানের মালিক ব্রুকের রেকর্ড বেশ ঈষর্ণীয়। তবে ২৬টি ওয়ানডে খেলে এখনও হাজার রান না করতে পারা ব্রুকের সীমিত ওভারের ক্রিকেট পারফরম্যান্স টেস্টের মত অতটা ভাল নয়। দেশের হয়ে ২৬টি ওয়ানডে ও ৪৪টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন ব্রুক। সব ঠিক থাকলে ব্রুক-কে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ব্রুককেই ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দেখা যাবে। প্রসঙ্গত, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বেন স্টোকসের নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। আর ২০২২ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড জিতেছিল জোস বাটলারের নেতৃত্ব।